Nepal Gen Z Protest: রণক্ষেত্র কাঠমান্ডুতে নামল সেনা
Nepal Gen Z Protest: জেন-জি রেভলিউশন’ -এ উত্তাল নেপাল

- আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
- / 138
পুবের কলম,ওয়েবডেস্ক: সোশ্যাল সাইট নিষিদ্ধ’কে কেন্দ্র করে নেপাল জুড়ে বিক্ষোভ-মিছিল (Nepal Gen Z Protest) অব্যাহত। নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি। এই আবহে বিক্ষোভ ঠেকাতে কাঠমান্ডুতে নামল সেনা। শ্যুট অ্যাট সাইটের নির্দেশ।
উল্লেখ্য, কেপি শর্মা ওলি সরকারের দুর্নীতি এবং নিত্য প্রয়োজনীয় কয়েকটি মিডিয়া অ্যাপের উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে উত্তাল নেপাল (Nepal Gen Z Protest)। ঘটনার সূত্রপাত ৪ সেপ্টেম্বর থেকে । মূলত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধের নির্দেশিকাকে কেন্দ্র করে GEN-Z প্রজন্মদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। একদিকে ওলির বিরুদ্ধে মাত্রাতিরিক্ত দুর্নীতির অভিযোগ তো ছিলই, তার ওপর সোশ্যাল সাইট ব্যানের ঘটনায় আগুনে ঘি ঢালার কাজ করে।
আরও পড়ুন: শ্যুট অ্যাট সাইটের নির্দেশ নেপালে, পুলিশি গুলিতে মৃত বেড়ে ৬

গত বুধবার পর্যন্ত এসব সামাজিক প্ল্যাটফর্মকে নিবন্ধন করার সবশেষ সময়সীমা বেঁধে দিয়েছিল। সময় পেরিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার দেশটির টেলিকমিউনিকেশনস অথরিটিকে (এনটিএ) অনিবন্ধিত সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বন্ধ করার নির্দেশ দেয় নেপাল সরকার। এর ফলে সরাসরি জনগণের কণ্ঠরোধ করা হচ্ছে বলে দাবি আন্দোলনকারীদের।