জেনারেল-জেড বা জেন-জি তরুণদের নেতৃত্বে হওয়া বিক্ষোভে ক্ষমতাচ্যুত হওয়ার তিন মাস পর শক্তি প্রদর্শনে নামল নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপিশর্মাঅলি-র দল। শনিবার রাজধানী কাঠমান্ডুর কাছে ভক্তপুরে বিশাল সমাবেশ করে নেপালের কমিউনিস্ট পার্টি (ইউএমএল)। সেখানে অলি স্পষ্ট ভাষায় বলেন, “আমাদের জেন-জি বিরোধী হিসেবে তুলে ধরা হচ্ছে। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা।”
রয়টার্সের খবর অনুযায়ী, এই সমাবেশে হাজার হাজার মানুষ যোগ দেন। পুলিশ সূত্রের দাবি, অন্তত ৭০ হাজার মানুষের উপস্থিতি ছিল। আয়োজকদের আশা ছিল প্রায় তিন লাখ সমর্থক জড়ো হবে। রাজনৈতিক বিশ্লেষক পুরঞ্জন আচার্যের মতে, জেন-জি নেতৃত্বাধীন দুর্নীতিবিরোধী আন্দোলনের পর রাজধানী এলাকায় এটি কোনো দলের সবচেয়ে বড় সমাবেশ।
গত সেপ্টেম্বরের সেই বিক্ষোভ ও সহিংসতায় ৭৭ জন নিহত এবং ২ হাজারের বেশি মানুষ আহত হন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, সংসদ, সুপ্রিম কোর্ট ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই সময় সেনাবাহিনী কয়েক দিন ধরে অলি ও অন্যান্য নেতাদের নিরাপদ আশ্রয়ে রাখে।
বর্তমানে ইউএমএল সভাপতি পদে পুনর্নির্বাচনের দৌড়ে আছেন অলি। সমাবেশে তিনি সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে দাবি করেন এবং জানান, সংসদ পুনর্বহালের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছে দল। ইউএমএল সাধারণ সম্পাদক শঙ্কর পোখরেলও সমাবেশে বলেন, “মানুষের সমর্থন এখনও আমাদের সঙ্গে রয়েছে—আজকের ভিড়ই তার প্রমাণ।”





























