নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা এরদোগানের, ইসরাইলের সঙ্গে সমস্ত বাণিজ্য স্থগিত করল তুরস্ক

- আপডেট : ৩ মে ২০২৪, শুক্রবার
- / 14
আঙ্কারা, ৩ মে: গাজায় ইসরাইলি হামলা নিয়ে বরাবরই কড়া সুর চড়িয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। এমনকি ইসরাইলের প্রধামন্ত্রীকে হিটলারের সঙ্গে তুলনা করেন তিনি। এবার ইসরাইলকে চাপে ফেলতে নয়া কৌশল নিল তুর্কি সরকার। ফিলিস্তিনিদের ওপর হামলার জেরে ইসরাইলের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করল তুরস্ক। গাজায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহের অনুমতি না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে স্পষ্ট জানিয়েছে তুরস্কের বাণিজ্য মন্ত্রক।
প্রসঙ্গত, গত বছর ইসরাইল-তুরস্ক প্রায় ৭ বিলিয়ন ডলারের বাণিজ্য করেছে। তবে গাজায় ইসরাইলি গণহত্যার চালানোর কারণে তেল আবিবের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করলো আঙ্কারা। শুক্রবার তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, ‘যতক্ষণ না ইসরাইল গাজায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহের অনুমতি দেয়, ততক্ষণ পর্যন্ত বাণিজ্য স্থগিত বহাল থাকবে।
এদিকে, তুরস্কের এই সিদ্ধান্তে তীব্র সমালোচনা করেছে ইসরাইল। তুর্কি প্রেসিডেন্টকে ‘স্বৈরশাসকের’ মতো আচরণ করছেন বলে অভিযোগ করেছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেন, ‘এরদোগান তুরস্কের জনগণ ও ব্যবসায়ীদের স্বার্থকে উপেক্ষা করছেন। তিনি আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিও উপেক্ষা করছেন।’