২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পাক রাজনীতিতে নয়া সমীকরণ, দেশে ফিরছেন নওয়াজ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২১ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার
  • / 38

পুবের কলম ওয়েবডেস্কঃ পাক মসনদের বদল হওয়ার পরেই এবার দেশে ফিরছেন নওয়াজ শরিফ। ইদের পরেই দেশে ফিরবেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। এমনটাই জানিয়েছে তাঁর দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর নেতা মিয়াঁ জাভেদ লতিফ। বর্তমানে লন্ডনে রয়েছেন তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। নওয়াজ যদি সত্যিই পাকিস্তানে ফেরেন  তাহলে সেই দেশের রাজনীতির রঙ্গমঞ্চে নতুন প্রেক্ষাপট দেখা যাবে বলে মনে করছেন  আন্তর্জাতিক ওয়াকিবহল মহল।

 

আরও পড়ুন: প্রকৃতির রূদ্ররূপে ধ্বংস পাকিস্তান, মৃত ৬৫৭

নওয়াজের বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা চলছে। ২০১৯ সালে চিকিৎসার জন্য নওয়াজকে লন্ডন যাওয়ার অনুময়ী দেয় লাহোর হাই কোর্ট। তারপর আর দেশে ফেরেননি মুসলিম লিগের সুপ্রিমো। নির্ধারিত সময়ে দেশে না ফেরায় ২০২১ সালে নওয়াজ শরিফকে ‘ঘোষিত অপরাধী’র তকমাও দেয় ইসলামাবাদ হাই কোর্ট। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিজের ও কন্যা মরিয়মের প্রাণনাশের আশঙ্কাও করেন নওয়াজ। তবে এখন তাঁর ভাই শাহবাজ দেশের প্রধানমন্ত্রী। তাই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন নওয়াজ শরিফ। তাঁর কূটনৈতিক ভিসার  ব্যবস্থা করার ও নির্দেশ নাকি দিয়েছেন শাহবাজ।

আরও পড়ুন: বন্যা-ধসে বিপর্যস্ত পাকিস্তান, ৪৮ ঘন্টায় মৃত প্রায় ৩৫০

আরও পড়ুন: পাকিস্তানে সেনা কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১৩ জওয়ান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাক রাজনীতিতে নয়া সমীকরণ, দেশে ফিরছেন নওয়াজ

আপডেট : ২১ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ পাক মসনদের বদল হওয়ার পরেই এবার দেশে ফিরছেন নওয়াজ শরিফ। ইদের পরেই দেশে ফিরবেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। এমনটাই জানিয়েছে তাঁর দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর নেতা মিয়াঁ জাভেদ লতিফ। বর্তমানে লন্ডনে রয়েছেন তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। নওয়াজ যদি সত্যিই পাকিস্তানে ফেরেন  তাহলে সেই দেশের রাজনীতির রঙ্গমঞ্চে নতুন প্রেক্ষাপট দেখা যাবে বলে মনে করছেন  আন্তর্জাতিক ওয়াকিবহল মহল।

 

আরও পড়ুন: প্রকৃতির রূদ্ররূপে ধ্বংস পাকিস্তান, মৃত ৬৫৭

নওয়াজের বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা চলছে। ২০১৯ সালে চিকিৎসার জন্য নওয়াজকে লন্ডন যাওয়ার অনুময়ী দেয় লাহোর হাই কোর্ট। তারপর আর দেশে ফেরেননি মুসলিম লিগের সুপ্রিমো। নির্ধারিত সময়ে দেশে না ফেরায় ২০২১ সালে নওয়াজ শরিফকে ‘ঘোষিত অপরাধী’র তকমাও দেয় ইসলামাবাদ হাই কোর্ট। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিজের ও কন্যা মরিয়মের প্রাণনাশের আশঙ্কাও করেন নওয়াজ। তবে এখন তাঁর ভাই শাহবাজ দেশের প্রধানমন্ত্রী। তাই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন নওয়াজ শরিফ। তাঁর কূটনৈতিক ভিসার  ব্যবস্থা করার ও নির্দেশ নাকি দিয়েছেন শাহবাজ।

আরও পড়ুন: বন্যা-ধসে বিপর্যস্ত পাকিস্তান, ৪৮ ঘন্টায় মৃত প্রায় ৩৫০

আরও পড়ুন: পাকিস্তানে সেনা কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১৩ জওয়ান