পুবের কলম, ওয়েব ডেস্কঃ ব্যবহারকারীদের সুবিধায় নতুন একটি ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি মেটা ঘোষণা করেছে, হোয়াটস অ্যাপ-এ নতুন রিয়েল-টাইম অনুবাদ ফিচার যোগ করা হচ্ছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই বিভিন্ন ভাষায় চ্যাট করতে পারবে, কোনো ঝামেলা ছাড়াই। বিশ্বব্যাপী ইতিমধ্যেই তিন বিলিয়নেরও বেশি মানুষ অ্যাপ ব্যবহার করছে, আর এই নতুন আপডেটটি ভাষার বাধা দূর করে ব্যবহারকারীদের মসৃণভাবে যোগাযোগ করার সুযোগ দেবে।
এই অনুবাদ ফিচারটি প্রথমে অ্যানড্রয়েড ডিভাইসে ছয়টি ভাষায় এবং আইওএস ডিভাইসে ১৯টি ভাষায় চালু হবে। মেটা জানিয়েছে, ভবিষ্যতে আরও ভাষা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এই নতুন ফিচারের একটি বড় সুবিধা হল, অনুবাদ সরাসরি ডিভাইসে হবে, মেটার সার্ভারে নয়। এর ফলে ব্যবহারকারীর প্রাইভেসি সম্পূর্ণভাবে রক্ষা হবে, কারণ হোয়াটস অ্যাপ আপনার চ্যাটের বিষয়বস্তু দেখতে পারবে না। মেটার ব্লগ পোস্টে বলা হয়েছে, ফিচারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আলাপচারিতা নিরাপদ থাকে, পাশাপাশি সুবিধাজনকও হয়।
কোনও মেসেজে ক্লিক করে ধরে থাকুন, এরপর ‘ট্রান্সলেট’ এলে তাতে চাপ দিন। সঙ্গে সঙ্গে মেসেজটি আপনার পছন্দের ভাষায় দেখা যাবে। নতুন এই ফিচারটি ব্যক্তিগত চ্যাট, গ্রুপ চ্যাট এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল-সব মোডেই ব্যবহার করা যাবে। এটি সাধারণ কথোপকথন এবং কমিউনিটি আপডেট দুটোতেই কাজে লাগবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পুরো চ্যাট থ্রেডের জন্য স্বয়ংক্রিয় অনুবাদ করতে পারবেন। এর মানে হল, সেই চ্যাটের ভবিষ্যতের সব মেসেজ স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ হবে, এতে সময় বাঁচবে এবং ভাষাভেদে কথোপকথন স্বাভাবিক হবে।
হোয়াটসঅ্যাপ-এর মতো একটি গ্লোবাল অ্যাপে, যেখানে কোটি কোটি মানুষ বিভিন্ন ভাষায় যোগাযোগ করছে, সেখানে কখনও কখনও ভাষা বাধা হয়ে দাঁড়ায়। এই নতুন ফিচার ব্যবহারকারীদের বন্ধু, পরিবার এবং ব্যবসায়িক যোগাযোগ আরও সহজ এবং মসৃণ করবে। এটি ছোট ব্যবসা এবং কমিউনিটিগুলোকেও বড় দর্শকের কাছে পৌঁছাতে সাহায্য করবে, যাতে আলাদা করে অনুবাদের জন্য কোনও অ্যাপের প্রয়োজন না পড়ে। মেটা নিশ্চিত করেছে, সমর্থিত ভাষার তালিকা ভবিষ্যতে আরও বাড়ানো হবে। এটি হোয়াটসঅ্যাপ-কে আরও অন্তর্ভুক্তিমূলক এবং ব্যবহারকারীদের জন্য সহজলভ্য করে তুলবে। এটি হোয়াটসঅ্যাপ-এর মেসেজিং-এর বাইরে আরও উন্নয়নের অংশ, যেখানে এখন পেমেন্ট, শপিং, প্রোডাক্টিভিটি টুলের পাশাপাশি ভাষার সুবিধাও যুক্ত হচ্ছে।
সম্প্রতি হোয়াটসঅ্যাপে আরও একটি ফিচার যুক্ত হয়েছে, যার নাম- ‘নোটিফিকেশন রিমাইন্ডার্স ফর মেসেজেস’। এই নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনও মেসেজে রিমাইন্ডার সেট করতে পারবেন। নির্দিষ্ট সময়ে সেই বার্তা স্ক্রিনে প্রদর্শিত হবে এবং আপনাকে মনে করিয়ে দেবে। যেসব বার্তায় রিমাইন্ডার সেট করা হবে, সেই বার্তার পাশে একটি ছোট ‘রিমাইন্ডার’ আইকন দেখা যাবে। নির্ধারিত সময়মতো বার্তা স্ক্রিনে আসার পর ওই আইকন স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। ফিচারটি বিশেষভাবে কাজে আসবে গুরুত্বপূর্ণ বার্তা মনে রাখতে বা পরে খুঁজে পেতে। এটি অফিসের কাজে, স্কুল বা কলেজের শিক্ষাগত যোগাযোগে, কিংবা ব্যক্তিগত চ্যাটে ব্যবহারে খুবই সহায়ক।






























