কবি সুভাষ স্টেশন চালু নিয়ে নতুন বিবৃতি জারি মেট্রো কর্তৃপক্ষের

- আপডেট : ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 31
পুবের কলম ওয়েবডেস্ক : শহরের অন্যতম ব্যস্ত মেট্রো স্টেশন কবি সুভাষ মেট্রো। মেট্রো রেল কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, আগামী ৪৮ ঘণ্টার জন্য সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে।জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। আর এতেই বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা।
এই সময়ের মধ্যে প্ল্যাটফর্ম ও রেললাইন সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ মেরামতির কাজ করা হবে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে। স্টেশন চত্বরেও সাধারণ যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।
এর ফলে বোঝাই যাচ্ছে দক্ষিণ কলকাতা ও শহরতলির প্রচুর যাত্রী বিপাকে পড়বেন। এই নিয়ে নিত্যযাত্রীদের মধ্যে ক্ষোভও তৈরি হয়েছে। এই সিদ্ধান্তে মেট্রো কর্তৃপক্ষ দাবি করেছে যে, আগামী ৯ মাসের মধ্যে মেট্রো সংস্কারের সমস্ত কাজ শেষ হয়ে যাবে। তারপরে আবার আগের মত যাত্রী পরিষেবা শুরু করা হবে।
২০১০ সালে তৈরী হওয়া এই মেট্রো স্টেশনটি, ১৫ বছরের মাথায় আপ লাইনে ৪টি পিলারে ফাটল। এমনকি প্ল্যাটফর্ম ও লাইনও বসে গিয়েছে। পরিস্থিতির কথা ভেবেই স্টেশন পুরোপুরি বন্ধ রাখতে হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই এলাকাটি একসময় জলাভূমি ছিল, সেখানেই স্টেশনটি তৈরী হয়েছিল। ফলত নরম মাটিতে পিলারের গঠন একপ্রকার দুর্বল হয়ে পড়েছিল। যে কারণেই পিলারে ফাটল তৈরি হয়েছে। এখন এটাই দেখার যে, কবে সবকিছু আবার আগের মত স্বাভাবিক হয়।