মোদি ও ট্রাম্পের বন্ধুত্বের সমীকরণে নয়া মোড়

- আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
- / 99
পুবের কলম ওয়েবডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের সমীকরণ এখন কোনপথে এগোবে তা নিয়ে চলছে তুমুল রাজনৈতিক তরজা। বর্তমানে ট্রাম্প কিছুটা নরম হলেও মোদির বক্তব্যে অন্য সুরের দেখা মিলল।
ট্রাম্প কি সিদ্ধান্ত নেন, তা দেখার পরেই ভারতের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। ভারতের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে। কারণ ভারত এখনও রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রেখেছে। আর তারপর থেকেই দুই দেশের মধ্যে একপ্রকার টানাপোড়েন শুরু হয়েছে।
ঠিক এরপরেই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগদান করার জন্য সম্প্রতি চিনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে রাশিয়ার প্রেসি়ডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছিলেন তিনি। আর এই ঘটনাকে কেন্দ্র করে সোশাল মিডিয়ায় কটাক্ষ করেছিলেন ট্রাম্প। কিন্তু কিছুক্ষণ পরেই তিনি আবার তাঁর মতবদল করে ফেলেন।
এমনকি তিনি মোদির সঙ্গে নিজ্র বন্ধুত্বের কথাও তুলে ধরেন। প্রত্যুত্তরে মোদি, ট্রাম্পের প্রশংসা করলেও ট্রাম্পকে কিন্তু তিনি বন্ধু বলে আর সম্বোধন করেননি। সুত্রের মাধ্যমে জানা গেছে, ভারত কিন্তু আমেরিকার সঙ্গে পুনরায় যে সম্পর্ক ছিল তা ঠিক করার কোন বার্তা দেয়নি। তাই ট্রাম্পের দিক থেকে সম্পূর্ণ নিশ্চয়তা এলেই, ভারত তারপরের পদক্ষেপ নেবে বলে জানা গেছে।