০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চোট পেয়ে সারা বছরের জন্য মাঠের বাইরে নেইমার

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৯ নভেম্বর ২০২১, সোমবার
  • / 46

পুবের কলম ওয়েবডেস্কঃ ডিফেন্ডার ইভান মাকোর ভয়ানক ট্যাকল থেকে বাঁচতে লাফ দিয়েছিলেন নেইমার। কিন্তু মাঠে পা রাখতেই তার বাঁ পা গিয়ে পড়ে মাকোর পায়ের ওপর। ফলে পা যায় মচকে। আর তাতে চোখের জলে স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন ব্রাজিলিয়ান তারকা। সেন্ট এতিয়েন্নের বিপক্ষে চোট পাওয়ায় ফিট হতে এখন কমপক্ষে দেড় মাস সময় লাগবে।

আর এতে চলতি বছরের বাকি সময়ে মাঠে নামার তার সম্ভাবনা নেই বললেই চলে। এ ব্যাপারে ব্রাজিলের মেডিকেল টিমের ধারণা, অন্তত ছয় সপ্তাহের আগে মাঠে ফিরতে পারবেন না নেইমার।  আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে তিনি কবে মাঠে ফিরতে পারবেন। এদিন নিজের মাঠে ফেরা নিয়ে নেইমার ইনস্টাগ্রামে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে চোট খেলোয়াড়দের জীবনের অংশ। এটাই এখন আমার কাছে আছে, আমাকে মাথা উঁচু রাখতে হবে। আমি আরও ভালোভাবে ফিরব, শক্তিশালী হয়ে ফিরব। সমর্থকদের পাশে থাকার জন্য ধন্যবাদ।’

 

 

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চোট পেয়ে সারা বছরের জন্য মাঠের বাইরে নেইমার

আপডেট : ২৯ নভেম্বর ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ডিফেন্ডার ইভান মাকোর ভয়ানক ট্যাকল থেকে বাঁচতে লাফ দিয়েছিলেন নেইমার। কিন্তু মাঠে পা রাখতেই তার বাঁ পা গিয়ে পড়ে মাকোর পায়ের ওপর। ফলে পা যায় মচকে। আর তাতে চোখের জলে স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন ব্রাজিলিয়ান তারকা। সেন্ট এতিয়েন্নের বিপক্ষে চোট পাওয়ায় ফিট হতে এখন কমপক্ষে দেড় মাস সময় লাগবে।

আর এতে চলতি বছরের বাকি সময়ে মাঠে নামার তার সম্ভাবনা নেই বললেই চলে। এ ব্যাপারে ব্রাজিলের মেডিকেল টিমের ধারণা, অন্তত ছয় সপ্তাহের আগে মাঠে ফিরতে পারবেন না নেইমার।  আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে তিনি কবে মাঠে ফিরতে পারবেন। এদিন নিজের মাঠে ফেরা নিয়ে নেইমার ইনস্টাগ্রামে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে চোট খেলোয়াড়দের জীবনের অংশ। এটাই এখন আমার কাছে আছে, আমাকে মাথা উঁচু রাখতে হবে। আমি আরও ভালোভাবে ফিরব, শক্তিশালী হয়ে ফিরব। সমর্থকদের পাশে থাকার জন্য ধন্যবাদ।’