পুবের কলম, ওয়েবডেস্ক: ত্রিপুরায় কয়েকটি জায়গায় এনআইএ-এর অভিযান। বুধবার ঊনকোটি জেলার ধনবিলাস গ্রাম ও কুমারঘাট নিদেবী এলাকায় তল্লাশি চালান জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ২০২৩ সালের অনুপ্রবেশ সংক্রান্ত একটি মামলার নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এদিন দুটি বাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা। সূত্রের খবর, এদিন মুর্শিদাবাদেও এনআইএ তল্লাশি চালায়। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে সূত্রে এদিন সকালে নবগ্রাম এলাকার একটি বাড়িতে অভিযান চালায় তদন্তকারীরা।
পুলিশ সূত্রে খবর, পরিতোষ নামের এক সেলুন দোকানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে আয়ের তুলনায় অস্বাভাবিক লেনদেন হয়েছে বলে অভিযোগ। রানু পাল নামের এক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৩৯ কোটি টাকার লেনদেন হয়েছে। বিপুল এই লেনদেনের উৎস খুঁজতেই এদিন তল্লাশি চালান আধিকারিকরা। বাংলাদেশের একাধিক ব্যক্তির সঙ্গে তারা যোগাযোগ রাখতেন বলেও জানা যায়। তল্লাশিতে দুটি বাড়ি থেকেই একাধিক নথি-সহ একাধিক মোবাইল উদ্ধার করেছে আধিকারিকরা।




















