‘কঠোর শাস্তি হবে’ মোদির হুঙ্কারের পর দিল্লি বিস্ফোরণে তদন্তভার নিল এনআইএ
- আপডেট : ১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 197
পুবের কলম, ওয়েবডেস্ক: রাজধানী দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের, আহত হয়েছেন আরও ২৪ জন। প্রত্যক্ষদর্শীদের মতে, পার্কিং লটে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে প্রথমে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, তারপর আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও দুটি গাড়িতে। দিল্লির বিস্ফোরণ নিয়ে এবার তদন্তভার নিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।
এদিকে বিস্ফোরণের সেই ঘটনার যোগসূত্রে ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয় থেকে আটক আরও ৩ চিকিৎসক। জানা গিয়েছে, আল ফালহা বিশ্ববিদ্যালয়ের ৩ চিকিৎসক-সহ ৬ জন কর্মীকে আটক করে জেরা করছে দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং হরিয়ানা পুলিশ। এর আগে ফরিদাবাদ থেকে প্রায় ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আল ফালাহ থেকে গ্রেপ্তার করা হয় দুই চিকিৎসককে।
অন্যদিকে দিল্লির বিস্ফোরণের ঘটনাকে ‘গভীর ষড়যন্ত্র’ মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, বিস্ফোরণের নেপথ্যে যারা রয়েছে, তাদের যথাযথ শাস্তি দেওয়া হবে। মঙ্গলবার সকালে দু’দিনের সফরে ভুটানে গিয়েছেন প্রধানমন্ত্রী। বিদেশের মাটিতে দাঁড়িয়ে দিল্লি বিস্ফোরণের প্রসঙ্গ নিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আজ আমি মানসিকভাবে খুব ভারাক্রান্ত। দিল্লিতে যে ঘটনাটা ঘটল, সেই ঘটনা আমাকে ভিতর থেকে অনেকটাই ভেঙে দিয়েছে। যারা নিজেদের কাছের মানুষদের হারালেন, তাঁদের কষ্ট আমি বুঝতে পারছি। এটা সত্যিই মেনে নেওয়ার মতো নয়।’ বিস্ফোরণ যুক্তদের কঠোর সাঁজা দেওয়া হবে বলে সাফ জানান মোদি। প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘আমি প্রতি মুহূর্তে ঘটনার আপডেট নিচ্ছি। তদন্তকারীরা এই ষড়যন্ত্রের নেপথ্যে থাকা মাথাদের ঠিক খুঁজে বের করবে। পাশাপাশি, যারা এর সঙ্গে জড়িত, তারাও যথাযথ শাস্তি পাবে।’











































