০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জিভ দিয়ে ছবি আঁকেন মার্কিন মুলুকের নিক, জানতে হলে পড়তে হবেই

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 28

 

পুবের কলম ওয়েবডেস্ক: বিশ্বের সবচেয়ে লম্বা জিভের অধিকারী মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা নিক স্টোবার্ল। ২০২২ সালেই এই রেকর্ড করেন নিক। বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা জিভের মালিক ওই মার্কিনি। তার জিভের দৈর্ঘ্য ১০. ১ সেন্টিমিটার বা ৩.৯৭ ইঞ্চি।

আরও পড়ুন: সংঘাতের আবহে ইরানের পাশে নয়াদিল্লি, ভারতবাসীকে কৃতজ্ঞতা জানাল তেহরান

নিক স্বাভাবিকভাবের চেয়ে বেশি লম্বা জিহ্বা নিয়েই জন্মেছিলেন। এরপর বয়সের সঙ্গে সঙ্গে সেই দৈর্ঘ্য আরও বাড়তে থাকে। খুব সহজেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠাতে পেরেছেন নিক। এজন্য বাড়তি কোনো কসরত করতে হয়নি তাকে। তিনি ভেঙে ফেলেন ২০০২ সাল থেকে এই রেকর্ডধারী ব্রিট স্টিফেন টেইলরের রেকর্ড (৯.৮ সেন্টিমিটার)।

আরও পড়ুন: মার্কিন ভিসা বাতিলের অর্ধেক ভারতীয় পড়ুয়া, সরকার কী পদক্ষেপ নিচ্ছে তা নিয়ে প্রশ্ন কংগ্রেসের

 

আরও পড়ুন: আমেরিকায় গ্রেফতার পঞ্জাবে গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড

নিক তার লম্বা জিভের জন্য সবার বাড়তি মনোযোগ পান ছোট থেকেই। তিনি পেশায় একজন কমেডিয়ান ও সরকারী কর্মকর্তা। নিক জিভ দিয়ে শুধু নাকই না কনুইও স্পর্শ করতে পারেন। এমনকি ছবিও আঁকেন জিহ্বা দিয়ে। লাগে না কোনো তুলি কিংবা ব্রাশ। জিভ পেপারে মুড়ে রং রেখে ক্যানভ্যাসে ছবি আঁকেন খুব সাবলীলভাবেই।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জিভ দিয়ে ছবি আঁকেন মার্কিন মুলুকের নিক, জানতে হলে পড়তে হবেই

আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: বিশ্বের সবচেয়ে লম্বা জিভের অধিকারী মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা নিক স্টোবার্ল। ২০২২ সালেই এই রেকর্ড করেন নিক। বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা জিভের মালিক ওই মার্কিনি। তার জিভের দৈর্ঘ্য ১০. ১ সেন্টিমিটার বা ৩.৯৭ ইঞ্চি।

আরও পড়ুন: সংঘাতের আবহে ইরানের পাশে নয়াদিল্লি, ভারতবাসীকে কৃতজ্ঞতা জানাল তেহরান

নিক স্বাভাবিকভাবের চেয়ে বেশি লম্বা জিহ্বা নিয়েই জন্মেছিলেন। এরপর বয়সের সঙ্গে সঙ্গে সেই দৈর্ঘ্য আরও বাড়তে থাকে। খুব সহজেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠাতে পেরেছেন নিক। এজন্য বাড়তি কোনো কসরত করতে হয়নি তাকে। তিনি ভেঙে ফেলেন ২০০২ সাল থেকে এই রেকর্ডধারী ব্রিট স্টিফেন টেইলরের রেকর্ড (৯.৮ সেন্টিমিটার)।

আরও পড়ুন: মার্কিন ভিসা বাতিলের অর্ধেক ভারতীয় পড়ুয়া, সরকার কী পদক্ষেপ নিচ্ছে তা নিয়ে প্রশ্ন কংগ্রেসের

 

আরও পড়ুন: আমেরিকায় গ্রেফতার পঞ্জাবে গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড

নিক তার লম্বা জিভের জন্য সবার বাড়তি মনোযোগ পান ছোট থেকেই। তিনি পেশায় একজন কমেডিয়ান ও সরকারী কর্মকর্তা। নিক জিভ দিয়ে শুধু নাকই না কনুইও স্পর্শ করতে পারেন। এমনকি ছবিও আঁকেন জিহ্বা দিয়ে। লাগে না কোনো তুলি কিংবা ব্রাশ। জিভ পেপারে মুড়ে রং রেখে ক্যানভ্যাসে ছবি আঁকেন খুব সাবলীলভাবেই।