সাময়িক স্বস্তি, ইয়েমেনে পিছিল নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড

- আপডেট : ১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার
- / 39
পুবের কলম,ওয়েবডেস্ক: সাময়িক স্বস্তি, ইয়েমেনে পিছিল নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড। কাল অর্থাৎ ১৬ জুলাই তাঁর ফাঁসি হওয়ার কথা ছিল। ব্যবসায়িক অংশীদারকে হত্যার অভিযোগে ২০২৫ সালের ১৬ জুলাই হুথি-নিয়ন্ত্রিত ইয়েমেনে তার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল। তবে স্থানীয় কর্তৃপক্ষ সঙ্গত কোনও কারণে তা পিছিয়েছে বলেই জানা গেছে। তবে কতদিন পর্যন্ত তা স্থগিত রাখা হয়েছে, নতুন কোনও দিন স্থির করা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, গত সোমবার সুপ্রিম কোর্টে নিমিশা প্রিয়ার মামলা উঠলে কেন্দ্রীয় সরকার সাফ জানিয়েছিল, কূটনৈতিক পন্থা ব্যবহার করারও একটি সীমা থাকে। যা ঘটছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে আমাদের আর কিছু করার নেই।প্রাথমিক আনুমান, কেন্দ্র সম্ভাব্য সমস্ত রকম দিক খতিয়ে দেখছে। অবশেষে সফল হয়েছে আলোচনা।
প্রসঙ্গত, ইয়েমেনে শরিয়া আইন অনুযায়ী, কিসাসের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ সম পরিমাণ শাস্তি। আর তার বিকল্প হিসেবে দিয়াত। যার পোশাকি নাম ব্লাড মানি। অর্থাৎ মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া। সেক্ষেত্রে মৃতের পরিবারকে রাজি হতে হবে। ক্ষতিপূরণের অঙ্ক কত হবে, সেটা তারাই ঠিক করবে। নিমিশার ফাঁসি আটকাতে তার পরিবার ক্ষতিপূরণ বাবদ এক কোটি টাকা মৃতের পরিবারকে দিতে চেয়েছিল। কিন্তু মৃতের পরিবার তাতে রাজি হয়নি বলে সূত্রের খবর।