দিনহাটায় বিক্ষোভের মুখে নিশীথ প্রামাণিক

- আপডেট : ২১ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
- / 104
পুবের কলম প্রতিবেদক : দিনহাটা আদালতে হাজিরা দিতে এসে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। বৃহস্পতিবার তিনি তৃণমূল কর্মী আবু মিঞা খুনের মামলায় আদালতে হাজিরা দিতে আসেন। এসময়ই তিনি সাধারণের রোষের সম্মুখীন হন। আদালত থেকে বেরোনোর পথে তাকে লক্ষ্য করে ডিমও ছোড়া হয়। দেখানো হয় কালো পতাকাও।
উল্লেখ্য, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় সিতাই বিধানসভার গীতালদহে আবু মিঞা নামে এক তৃণমূল কর্মীকে বাড়ি থেকে বের করে খুনের অভিযোগে মামলা দায়ের হয় নিশীথ প্রামাণিক সহ ৪১ জনের বিরুদ্ধে। সেই মামলায় এদিন দিনহাটা আদলেত হাজিরা দিতে উপস্থিত হন নিশীথ। সে সময় স্থানীয়রা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন।
নিরাপত্তারক্ষীরা কোনওরকমে নিশীথকে আদালতের ভিতরে নিয়ে যান। এদিন নিশীথের হাজিরা ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত ছিল আদালত চত্বরে। তবে তাঁর আসর খবরে আদালতের বাইরে বহু মানুষ জড়ো হতে থাকেন। তারা ‘জয় বাংলা’ শ্লোগান দেন। নিশীথের কঠোর শাস্তির দাবিও তোলেন।
তবে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, নিশীথের উপর সাধারণ মানুষই ক্ষোভ উগরে দিয়েছেন। অন্যদিকে, নিশীথ প্রামাণিক জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।