০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঘাসফুলের সঙ্গে সম্পর্ক নিয়ে জল্পনা, তার মাঝেই নীতীশের সঙ্গে নৈশভোজে পিকে !

মাসুদ আলি
  • আপডেট : ১৯ ফেব্রুয়ারী ২০২২, শনিবার
  • / 142

পুবের কলম ওয়েবডেস্ক : ভোট কুশলী পিকের সঙ্গে ঘাসফুলের মাখামাখি তেমনটা একটা নেই। তবে এমন বহু খবর মিডিয়া বিক্রি করে। তার মধ্যে কখনো ২ আনা সত্য ও ১৪ আনা জল থাকে। কখনও অবশ্য যা রটে তা কিছুটা বটে গোছের একটা ব্যাপার থাকে।বাংলায় তৃণমূলের সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনার মধ্যেই এ বার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে নৈশাহারে দেখা গেল প্রশান্ত কিশোরকে। যদিও দুই তরফ থেকেই এই বৈঠককে ‘সৌজন্যমূলক’ বলে দাবি করা হয়েছে। নীতীশ জানিয়েছেন, প্রশান্তের সঙ্গে তাঁর দীর্ঘ দিনের পরিচয়। সেই সূত্রেই দু’জনে একসঙ্গে নৈশভোজ সেরেছেন। এর বেশি কিছু নয়।

পিকে সাংবাদিকদের বললেন,’এই সাক্ষাৎ স্রেফ সৌজন্যমূলক। রাজনৈতিক ভাবে আমরা এখন দুই গোলার্ধের মানুষ।’ তিনি জানান, কিছুদিন আগেই ওমিক্রন আক্রান্ত হয়েছিলেন নীতিশ কুমার। তখনই তিনি পিকের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন।

আরও পড়ুন: টানা দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার

সামনেই ২০২৪ লোকসভা নির্বাচন তার আগেই বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করছেন প্রশান্ত কিশোর। আর এইমুহূর্তে বিহারে বিজেপি ও জেডিইউর মধ্যে রোজই সংঘাত লেগে রয়েছে। সেক্ষেত্রে নীতীশকে বিরোধী শিবিরে ভাঙিয়ে আনার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। তাছাড়া সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। বিভিন্ন রাজ্যের যা পরিস্থিতি তাতে শরিকরা ভোট না দিলে বিজেপি মনোনীত প্রার্থী নাও জিততে পারে। সেদিক থেকে দেখতে গেলেও এই বৈঠক গুরুত্বপূর্ণ। অন্যদিকে প্রশান্ত কিশোর সম্প্রতি রাজনীতিতে ঢোকার চেষ্টা করছেন তার আগে নীতিশ কুমারের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য বৈঠকে বসতে পারেন তিনি।

আরও পড়ুন: বিহারে ভরাডুবি, JDU–কে আক্রমণের জেরে রাজনীতি ছাড়বেন কি প্রশান্ত কিশোর? নিজেই জানালেন অবস্থান

 

আরও পড়ুন: বিহারের মানুষ এবার নতুন বিকল্প ‘জন সুরজ’, মোদিকে আক্রমণ প্রশান্ত কিশোরের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঘাসফুলের সঙ্গে সম্পর্ক নিয়ে জল্পনা, তার মাঝেই নীতীশের সঙ্গে নৈশভোজে পিকে !

আপডেট : ১৯ ফেব্রুয়ারী ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক : ভোট কুশলী পিকের সঙ্গে ঘাসফুলের মাখামাখি তেমনটা একটা নেই। তবে এমন বহু খবর মিডিয়া বিক্রি করে। তার মধ্যে কখনো ২ আনা সত্য ও ১৪ আনা জল থাকে। কখনও অবশ্য যা রটে তা কিছুটা বটে গোছের একটা ব্যাপার থাকে।বাংলায় তৃণমূলের সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনার মধ্যেই এ বার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে নৈশাহারে দেখা গেল প্রশান্ত কিশোরকে। যদিও দুই তরফ থেকেই এই বৈঠককে ‘সৌজন্যমূলক’ বলে দাবি করা হয়েছে। নীতীশ জানিয়েছেন, প্রশান্তের সঙ্গে তাঁর দীর্ঘ দিনের পরিচয়। সেই সূত্রেই দু’জনে একসঙ্গে নৈশভোজ সেরেছেন। এর বেশি কিছু নয়।

পিকে সাংবাদিকদের বললেন,’এই সাক্ষাৎ স্রেফ সৌজন্যমূলক। রাজনৈতিক ভাবে আমরা এখন দুই গোলার্ধের মানুষ।’ তিনি জানান, কিছুদিন আগেই ওমিক্রন আক্রান্ত হয়েছিলেন নীতিশ কুমার। তখনই তিনি পিকের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন।

আরও পড়ুন: টানা দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার

সামনেই ২০২৪ লোকসভা নির্বাচন তার আগেই বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করছেন প্রশান্ত কিশোর। আর এইমুহূর্তে বিহারে বিজেপি ও জেডিইউর মধ্যে রোজই সংঘাত লেগে রয়েছে। সেক্ষেত্রে নীতীশকে বিরোধী শিবিরে ভাঙিয়ে আনার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। তাছাড়া সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। বিভিন্ন রাজ্যের যা পরিস্থিতি তাতে শরিকরা ভোট না দিলে বিজেপি মনোনীত প্রার্থী নাও জিততে পারে। সেদিক থেকে দেখতে গেলেও এই বৈঠক গুরুত্বপূর্ণ। অন্যদিকে প্রশান্ত কিশোর সম্প্রতি রাজনীতিতে ঢোকার চেষ্টা করছেন তার আগে নীতিশ কুমারের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য বৈঠকে বসতে পারেন তিনি।

আরও পড়ুন: বিহারে ভরাডুবি, JDU–কে আক্রমণের জেরে রাজনীতি ছাড়বেন কি প্রশান্ত কিশোর? নিজেই জানালেন অবস্থান

 

আরও পড়ুন: বিহারের মানুষ এবার নতুন বিকল্প ‘জন সুরজ’, মোদিকে আক্রমণ প্রশান্ত কিশোরের