নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খন্না
BREAKING: Waqf Law, পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকফ বোর্ড বা কাউন্সিলে নিয়োগ নয়

- আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
- / 85
পুবের কলম, ওয়েবডেস্ক: কথা মাফিক আজ ফের শুরু হয়েছে ওয়াকফ (সংশোধন) আইন (Waqf Law), ২০২৫ এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে একাধিক আবেদনের শুনানি। শুরুতেই সওয়াল করলেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। শুনানিতে এখনও পর্যন্ত তিনটি নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে। সে গুলো হলো-
১) ‘ঘোষিত ওয়াকফ সম্পত্তিতে বদল নয়। অর্থাৎ ১৯৯৫ সালের আইনে নথিভুক্ত ওয়াকফ সম্পত্তিতে কোনও বদল ঘটানো যাবে না। পাশাপাশি, নিয়োগ করা যাবে না ওয়াকফ বোর্ড বা পর্ষদেও।
২) ‘ওয়াকফে নিয়োগ নয়’ অর্থাৎ পরবর্তী শুনানির পর্যন্ত ওয়াকফ বোর্ড এবং পর্ষদে কোনও নিয়োগ করা যাবে না।
৩) পরিস্থিতির পরিবর্তন হোক চাই না। এদিন শুনানির শুরুতে নয়া আইনের সমর্থনে সওয়াল করলেন কেন্দ্রের সলিসিটর জেনারেল। জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘‘কিছু ভাল দিক অবশ্যই রয়েছে। তবে পরিস্থিতি বদলে যাক, চাই না।’’