২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কোচের পদের জন্য আর আবেদন করার দরকার নেই: গাভাসকর

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৭ অক্টোবর ২০২১, বুধবার
  • / 52

পুবের কলম ওয়েবডেস্ক: চলতি টি-২০ বিশ্বকাপের পরে মেয়াদ শেষ হচ্ছে ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী সহ দলের অন্য কোচিং স্টাফদেরও। এরই মধ্যে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার বিকেলে বিসিসিআইয়ের কাছে ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন কিংবদন্তি রাহুল দ্রাবিড়– আর এই খবরে খুশি দেশের আর এক  কিংবদন্তি তথা  প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর  জানাচ্ছেন – এই পদের জন্য আর কারও আবেদন করার দরকারই নেই।

একটি টিভি চ্যানেলে গাভাসকর বলেন– ‘রাহুল দ্রাবিড়ের দক্ষতা সম্পর্কে আমার কোনও সন্দেহ নেই

আরও পড়ুন: বুমরাহর জায়গায় সিরাজকে দলে নেওয়া হোক: গাভাসকর

। আমার মনে হয় না– ভারতের কোচ হওয়ার জন্য আর কারও আবেদন করার দরকার রয়েছে। যে ভাবে ও অনূর্ধ্ব-১৯ দলকে সামলেছে– জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কাজ করেছে– এতেই ওর ক্ষমতা বোঝা যায়। শুধুমাত্র  মাঠের মধ্যেই নয়– মাঠের বাইরেও দ্রাবিড়ের যথেষ্ট প্রভাব রয়েছে। টিম ইন্ডিয়ার কোচের পদে ওর আবেদন করাটা নেহাতই একটা নিয়মরক্ষার ব্যাপার। নিঃসন্দেহে উনিই ভারতীয় দলের কোচ হতে চলেছেন।’

আরও পড়ুন: কোহলি বরখাস্ত  হওয়ার ভয়ে আগেই সরে দাঁড়িয়ে: গাভাসকর

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কোচের পদের জন্য আর আবেদন করার দরকার নেই: গাভাসকর

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: চলতি টি-২০ বিশ্বকাপের পরে মেয়াদ শেষ হচ্ছে ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী সহ দলের অন্য কোচিং স্টাফদেরও। এরই মধ্যে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার বিকেলে বিসিসিআইয়ের কাছে ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন কিংবদন্তি রাহুল দ্রাবিড়– আর এই খবরে খুশি দেশের আর এক  কিংবদন্তি তথা  প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর  জানাচ্ছেন – এই পদের জন্য আর কারও আবেদন করার দরকারই নেই।

একটি টিভি চ্যানেলে গাভাসকর বলেন– ‘রাহুল দ্রাবিড়ের দক্ষতা সম্পর্কে আমার কোনও সন্দেহ নেই

আরও পড়ুন: বুমরাহর জায়গায় সিরাজকে দলে নেওয়া হোক: গাভাসকর

। আমার মনে হয় না– ভারতের কোচ হওয়ার জন্য আর কারও আবেদন করার দরকার রয়েছে। যে ভাবে ও অনূর্ধ্ব-১৯ দলকে সামলেছে– জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কাজ করেছে– এতেই ওর ক্ষমতা বোঝা যায়। শুধুমাত্র  মাঠের মধ্যেই নয়– মাঠের বাইরেও দ্রাবিড়ের যথেষ্ট প্রভাব রয়েছে। টিম ইন্ডিয়ার কোচের পদে ওর আবেদন করাটা নেহাতই একটা নিয়মরক্ষার ব্যাপার। নিঃসন্দেহে উনিই ভারতীয় দলের কোচ হতে চলেছেন।’

আরও পড়ুন: কোহলি বরখাস্ত  হওয়ার ভয়ে আগেই সরে দাঁড়িয়ে: গাভাসকর