০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আপত্তিকর কোনও ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করা যাবে না, রায় দিল্লি হাইকোর্টের

ইমামা খাতুন
  • আপডেট : ১ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 49

পুবের কলম ওয়েব ডেস্কঃ  ফাঁস হওয়া যৌন কেলেঙ্কারির  কোনও ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করা  যাবে না এমনটাই রায় দিল দিল্লি হাইকোর্ট।  সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওর পরিপেক্ষিতেই এমনটাই রায় দিয়েছে আদালত।  সম্প্রতি দেশের রাজধানীতে  বিচারবিভাগের এক উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে  তাঁর এক মহিলা সহকর্মীর  ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। তারই বিরুদ্ধে ওই মহিলা সহকর্মী দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন।

 

আরও পড়ুন: ঘৃণার সিনেমা ‘উদয়পুর ফাইলস’ মুক্তিতে স্থগিতাদেশ, দিল্লি হাইকোর্টে বড় ধাক্কা নির্মাতাদের

বুধবার গভীর রাত পর্যন্ত শুনানির পর বিচারপতি যশোবন্ত বর্মা নির্দেশ দেন ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো এ ভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া  ‘ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অধিকার সংক্রান্ত আইনের বিরোধী’। তিনি এদিন আরও বলেন,ফাঁস হওয়া আপত্তিকর ওই ভিডিও অবিলম্বেই যেন সোশ্যাল সাইট থেকে ডিলিট ও ব্লক করা হয়। শুধু তাই নয় ফেসবুক, ইন্সটাগ্রাম টুইটার সহ সমস্ত সামাজিক মাধ্যমে ওই ভিডিও আর যেন ফরওয়ার্ড করা না হয় তা’ও নিশ্চিত করতে বলেন। এই ঘটনা তাদের জীবনে চরম বিপর্যয় ডেকে আনতে পারে  তাই অবিলম্বেই এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন বিচারক বর্মা।বিচারকের সওয়াল জবাবে মহিলাটি জানান, এটি একটি জাল ভিডিও। তার সম্মানহানির উদ্দেশেই কেউ  এই ভিডিওটি  বানিয়েছে।

আরও পড়ুন: বিচারপতির বাড়ি থেকে উদ্ধার বিপুল টাকা, উৎস কি! মেলেনি সদুত্তর

আরও পড়ুন: গণধর্ষণে মুসলিম যোগ খোঁজার চেষ্টা, সামাজিক মাধ্যমজুড়ে ঘৃণার প্রচার হিন্দুত্ববাদীদের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আপত্তিকর কোনও ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করা যাবে না, রায় দিল্লি হাইকোর্টের

আপডেট : ১ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ  ফাঁস হওয়া যৌন কেলেঙ্কারির  কোনও ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করা  যাবে না এমনটাই রায় দিল দিল্লি হাইকোর্ট।  সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওর পরিপেক্ষিতেই এমনটাই রায় দিয়েছে আদালত।  সম্প্রতি দেশের রাজধানীতে  বিচারবিভাগের এক উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে  তাঁর এক মহিলা সহকর্মীর  ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। তারই বিরুদ্ধে ওই মহিলা সহকর্মী দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন।

 

আরও পড়ুন: ঘৃণার সিনেমা ‘উদয়পুর ফাইলস’ মুক্তিতে স্থগিতাদেশ, দিল্লি হাইকোর্টে বড় ধাক্কা নির্মাতাদের

বুধবার গভীর রাত পর্যন্ত শুনানির পর বিচারপতি যশোবন্ত বর্মা নির্দেশ দেন ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো এ ভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া  ‘ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অধিকার সংক্রান্ত আইনের বিরোধী’। তিনি এদিন আরও বলেন,ফাঁস হওয়া আপত্তিকর ওই ভিডিও অবিলম্বেই যেন সোশ্যাল সাইট থেকে ডিলিট ও ব্লক করা হয়। শুধু তাই নয় ফেসবুক, ইন্সটাগ্রাম টুইটার সহ সমস্ত সামাজিক মাধ্যমে ওই ভিডিও আর যেন ফরওয়ার্ড করা না হয় তা’ও নিশ্চিত করতে বলেন। এই ঘটনা তাদের জীবনে চরম বিপর্যয় ডেকে আনতে পারে  তাই অবিলম্বেই এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন বিচারক বর্মা।বিচারকের সওয়াল জবাবে মহিলাটি জানান, এটি একটি জাল ভিডিও। তার সম্মানহানির উদ্দেশেই কেউ  এই ভিডিওটি  বানিয়েছে।

আরও পড়ুন: বিচারপতির বাড়ি থেকে উদ্ধার বিপুল টাকা, উৎস কি! মেলেনি সদুত্তর

আরও পড়ুন: গণধর্ষণে মুসলিম যোগ খোঁজার চেষ্টা, সামাজিক মাধ্যমজুড়ে ঘৃণার প্রচার হিন্দুত্ববাদীদের