২৫ অক্টোবর ২০২৫, শনিবার, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতি, ‘কেউ যেন অশান্তিতে জড়িয়ে না পড়েন,’ বললেন মুখ্যমন্ত্রী মমতা

মারুফা খাতুন
  • আপডেট : ৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার
  • / 262

পুবের কলম ওয়েবডেস্ক : বাংলাদেশ ও শ্রীলঙ্কার পর এবার নেপালে গণবিদ্রোহ। দুর্নীতি ও বেকারত্বের প্রতিবাদে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রবল চাপের মুখে সেনাপ্রধানের পরামর্শে ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ইতিমধ্যেই সংসদ ভবন ও রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে। একে একে উপপ্রধানমন্ত্রীসহ ১০ মন্ত্রী পদত্যাগ করেছেন।

কাঠমাণ্ডুতে অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ত্রিভূবন বিমানবন্দরে। শহরের রাস্তায় বিক্ষোভকারীদের ইটবৃষ্টি, পার্টি অফিসে আগুন, এমনকি মন্ত্রীদের বাড়িতে নোটবৃষ্টিও হয়েছে।

আরও পড়ুন: হাসপাতালের নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক, একগুচ্ছ নির্দেশিকা জারি নবান্নের

এই পরিস্থিতিতে সীমান্তে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরের আগে তিনি বলেন, “প্রতিবেশী ভাল থাকলে আমরাও ভাল থাকব। কেউ যেন অশান্তিতে জড়িয়ে না পড়েন। নেপাল নিয়ে যা বলার কেন্দ্র বলবে। প্রতিবেশী রাষ্ট্র নেপালকে আমরা ভালোবাসি।”

আরও পড়ুন: কার্বাইড গানে আহতের সংখ্যা বেড়ে ৩২০, আহতদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: মানবিক দিদি, জমা জলে বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত ১২ জনের পরিবারকে চাকরি ঘোষনা মুখ্যমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতি, ‘কেউ যেন অশান্তিতে জড়িয়ে না পড়েন,’ বললেন মুখ্যমন্ত্রী মমতা

আপডেট : ৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক : বাংলাদেশ ও শ্রীলঙ্কার পর এবার নেপালে গণবিদ্রোহ। দুর্নীতি ও বেকারত্বের প্রতিবাদে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রবল চাপের মুখে সেনাপ্রধানের পরামর্শে ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ইতিমধ্যেই সংসদ ভবন ও রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে। একে একে উপপ্রধানমন্ত্রীসহ ১০ মন্ত্রী পদত্যাগ করেছেন।

কাঠমাণ্ডুতে অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ত্রিভূবন বিমানবন্দরে। শহরের রাস্তায় বিক্ষোভকারীদের ইটবৃষ্টি, পার্টি অফিসে আগুন, এমনকি মন্ত্রীদের বাড়িতে নোটবৃষ্টিও হয়েছে।

আরও পড়ুন: হাসপাতালের নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক, একগুচ্ছ নির্দেশিকা জারি নবান্নের

এই পরিস্থিতিতে সীমান্তে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরের আগে তিনি বলেন, “প্রতিবেশী ভাল থাকলে আমরাও ভাল থাকব। কেউ যেন অশান্তিতে জড়িয়ে না পড়েন। নেপাল নিয়ে যা বলার কেন্দ্র বলবে। প্রতিবেশী রাষ্ট্র নেপালকে আমরা ভালোবাসি।”

আরও পড়ুন: কার্বাইড গানে আহতের সংখ্যা বেড়ে ৩২০, আহতদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: মানবিক দিদি, জমা জলে বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত ১২ জনের পরিবারকে চাকরি ঘোষনা মুখ্যমন্ত্রীর