০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামি দর্শন জানতে মসজিদে আহ্বান অমুসলিমদের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৭ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 7

দেবশ্রী মজুমদার, নলহাটি: ইসলাম ধর্ম, কুরআন শরিফ ও হাদিসের দর্শন কি তা মেলে ধরতে  অমুসলিমদের আহ্বান জানানো হয় নলহাটি কাঁটাগড়িয়া মসজিদে। জাতির কলঙ্কিত দিন ছয় ডিসেম্বরকে সামনে রেখে  সম্প্রীতির ডোরে সকলকে বাঁধতে সারা রাজ‍্যে জামাআতে  ইসলামি হিন্দ এই মহতী অনুষ্ঠানের আয়োজন করে।

 

অনেক অমুসলিম জানেন না মসজিদে  কি হয়। কাছে না আসলে,  দূর থেকে তা জানা সম্ভব নয়। তাই মানসিক দূরত্ব  ঘোচাতে এই অভিনব প্রচেষ্টা। এদিনের অনুষ্ঠানে অমুসলিমদের মধ‍্যে  উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক গোপাল চন্দ্র দাস,  অক্সিজেন সাহিত্য চক্রর সভাপতি  মৃন্ময় মজুমদার, মোহন প্রসাদ ভকত সহ এলাকার ৫০ জন প্রমুখ অমুসলিম বুদ্ধিজীবী,  ব্যবসায়ী এবং শিক্ষাবিদ। তাঁরা প্রত‍্যেকে খুশি।

 

নিজের চোখে দেখলেন ওজু থেকে নামায  ধর্মাচরণ ও শুনলেন ইসলামি দর্শনের আলোচনা। দেখলেন ইমাম সাহেব কিভাবে নামায পরিচালনা করেন। উপস্থিতদের মধ‍্যে অনেকেই প্রথমবার মসজিদে  এলেন।

 

তাঁরা সকলেই  উপলব্ধি করে একটা কথায় বললেন,  মসজিদ শান্তির জায়গা। পরম করুণাময়ের উপাসনালয়। খুব আত্মতৃপ্তির জায়গা। রামকৃষ্ণ পরমহংস ঠিকই বলতেন, গুড় সব জায়গাতে মিষ্টি। ধর্মীয় বিভেদ ধর্মোন্মাদ পরস্পরকে সঠিকভাবে না জেনেই তৈরি হয়।

 

আলোচনাচক্রে উপস্থিত ছিলেন মজিবুর রহমান-ব্লক সেক্রেটারি,  আজিজুর রহমান, আহ্বায়ক, সংগঠন কর্মী শিক্ষক আব্দুল হামিদ, মনিবুর রহমান,  আবু বরকত আলী। সমগ্র  অনুষ্ঠান পরিচালনায় ছিল লোহাপুর অঞ্চলের জামাআতে ইসলামি হিন্দ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসলামি দর্শন জানতে মসজিদে আহ্বান অমুসলিমদের

আপডেট : ৭ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার

দেবশ্রী মজুমদার, নলহাটি: ইসলাম ধর্ম, কুরআন শরিফ ও হাদিসের দর্শন কি তা মেলে ধরতে  অমুসলিমদের আহ্বান জানানো হয় নলহাটি কাঁটাগড়িয়া মসজিদে। জাতির কলঙ্কিত দিন ছয় ডিসেম্বরকে সামনে রেখে  সম্প্রীতির ডোরে সকলকে বাঁধতে সারা রাজ‍্যে জামাআতে  ইসলামি হিন্দ এই মহতী অনুষ্ঠানের আয়োজন করে।

 

অনেক অমুসলিম জানেন না মসজিদে  কি হয়। কাছে না আসলে,  দূর থেকে তা জানা সম্ভব নয়। তাই মানসিক দূরত্ব  ঘোচাতে এই অভিনব প্রচেষ্টা। এদিনের অনুষ্ঠানে অমুসলিমদের মধ‍্যে  উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক গোপাল চন্দ্র দাস,  অক্সিজেন সাহিত্য চক্রর সভাপতি  মৃন্ময় মজুমদার, মোহন প্রসাদ ভকত সহ এলাকার ৫০ জন প্রমুখ অমুসলিম বুদ্ধিজীবী,  ব্যবসায়ী এবং শিক্ষাবিদ। তাঁরা প্রত‍্যেকে খুশি।

 

নিজের চোখে দেখলেন ওজু থেকে নামায  ধর্মাচরণ ও শুনলেন ইসলামি দর্শনের আলোচনা। দেখলেন ইমাম সাহেব কিভাবে নামায পরিচালনা করেন। উপস্থিতদের মধ‍্যে অনেকেই প্রথমবার মসজিদে  এলেন।

 

তাঁরা সকলেই  উপলব্ধি করে একটা কথায় বললেন,  মসজিদ শান্তির জায়গা। পরম করুণাময়ের উপাসনালয়। খুব আত্মতৃপ্তির জায়গা। রামকৃষ্ণ পরমহংস ঠিকই বলতেন, গুড় সব জায়গাতে মিষ্টি। ধর্মীয় বিভেদ ধর্মোন্মাদ পরস্পরকে সঠিকভাবে না জেনেই তৈরি হয়।

 

আলোচনাচক্রে উপস্থিত ছিলেন মজিবুর রহমান-ব্লক সেক্রেটারি,  আজিজুর রহমান, আহ্বায়ক, সংগঠন কর্মী শিক্ষক আব্দুল হামিদ, মনিবুর রহমান,  আবু বরকত আলী। সমগ্র  অনুষ্ঠান পরিচালনায় ছিল লোহাপুর অঞ্চলের জামাআতে ইসলামি হিন্দ।