২১ নভেম্বর ২০২৫, শুক্রবার, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রবল শৈত্য প্রবাহে কাঁপছে দিল্লি পঞ্জাব সহ উত্তর ভারত

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার
  • / 137

ছবি-সংগৃহীত

পুবের কলম ওয়েব ডেস্কঃ বছরের শেষ লগ্নে এসেও চেনা শীতের দেখা নেই পশ্চিমবঙ্গে। তবে প্রবল শৈত্য প্রবাহে কাঁপছে দিল্লি পঞ্জাব সহ উত্তর ভারতের কিছু অংশ।

 

আগামী কয়েক দিন  শৈত্যপ্রবাহ থাকবে বলেই আবহাওয়া দফতর সূত্রে খবর। উল্লেখ্য, শৈত্যপ্রবাহ তখনই ঘটে, যখন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বা তার কম, বা স্বাভাবিকের থেকে ৪.৫ ডিগ্রি নিচে নেমে যায়।

 

আরও পড়ুন: বিস্ফোরণের আতঙ্ক না কাটতেই, ফের দিল্লিতে বোমাতঙ্ক

সোমবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল হরিদ্বার, সেখানে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে, ঘন কুয়াশার মধ্যেও জাঁকিয়ে ঠাণ্ডা ছিল উত্তর প্রদেশের গাজিয়াবাদেও। দিল্লির পালমে এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সফদরজংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

আরও পড়ুন: দিল্লির নতুন নাম হোক ‘ইন্দ্রপ্রস্থ’, দেশের রাজধানীর নাম বদলের দাবি বিজেপি সাংসদের

ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল উত্তর প্রদেশের মোরাদাবাদও, সেখানে কুয়াশার কারণে দৃশ্যমানতা একেবারে তলানিতে পৌঁছে যায়। মোরাদাবাদে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। রাজস্থানের মাউন্ট আবুতে তাপমাত্রা কমে যাওয়ায় বরফের স্তর জমে যায় গাড়ির ওপর, গাড়ির কাঁচে বরফ জমে থাকতে দেখা যায়। রাজস্থানের চুরুতে সর্বনিম্ন তাপমাত্রা কমে ০.০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়।

 

আরও পড়ুন: দিল্লির ৩৪টি মনিটরিং স্টেশনকে ‘রেড জ়োন’ হিসেবে চিহ্নিত

প্রসঙ্গত, দিল্লি সরকার শীতকালীন ছুটির জন্য ১ জানুয়ারি থেকে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এদিকে, উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে ঘন কুয়াশার জেরে বহু ট্রেন বাতিল করা হয়েছে। উত্তর রেলওয়ের তরফে জানানো হয়েছে, ঘন কুয়াশার জন্য দিল্লিগামী ১৪টি ট্রেন দেরিতে চলছে। বিমান চলাচলও ব্যাহত হয়েছে। এছাড়া দৃশ্যমানতার অভাবে জাতীয় সড়কেও যান চলাচলে ব্যাঘাত ঘটছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রবল শৈত্য প্রবাহে কাঁপছে দিল্লি পঞ্জাব সহ উত্তর ভারত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ বছরের শেষ লগ্নে এসেও চেনা শীতের দেখা নেই পশ্চিমবঙ্গে। তবে প্রবল শৈত্য প্রবাহে কাঁপছে দিল্লি পঞ্জাব সহ উত্তর ভারতের কিছু অংশ।

 

আগামী কয়েক দিন  শৈত্যপ্রবাহ থাকবে বলেই আবহাওয়া দফতর সূত্রে খবর। উল্লেখ্য, শৈত্যপ্রবাহ তখনই ঘটে, যখন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বা তার কম, বা স্বাভাবিকের থেকে ৪.৫ ডিগ্রি নিচে নেমে যায়।

 

আরও পড়ুন: বিস্ফোরণের আতঙ্ক না কাটতেই, ফের দিল্লিতে বোমাতঙ্ক

সোমবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল হরিদ্বার, সেখানে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে, ঘন কুয়াশার মধ্যেও জাঁকিয়ে ঠাণ্ডা ছিল উত্তর প্রদেশের গাজিয়াবাদেও। দিল্লির পালমে এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সফদরজংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

আরও পড়ুন: দিল্লির নতুন নাম হোক ‘ইন্দ্রপ্রস্থ’, দেশের রাজধানীর নাম বদলের দাবি বিজেপি সাংসদের

ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল উত্তর প্রদেশের মোরাদাবাদও, সেখানে কুয়াশার কারণে দৃশ্যমানতা একেবারে তলানিতে পৌঁছে যায়। মোরাদাবাদে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। রাজস্থানের মাউন্ট আবুতে তাপমাত্রা কমে যাওয়ায় বরফের স্তর জমে যায় গাড়ির ওপর, গাড়ির কাঁচে বরফ জমে থাকতে দেখা যায়। রাজস্থানের চুরুতে সর্বনিম্ন তাপমাত্রা কমে ০.০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়।

 

আরও পড়ুন: দিল্লির ৩৪টি মনিটরিং স্টেশনকে ‘রেড জ়োন’ হিসেবে চিহ্নিত

প্রসঙ্গত, দিল্লি সরকার শীতকালীন ছুটির জন্য ১ জানুয়ারি থেকে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এদিকে, উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে ঘন কুয়াশার জেরে বহু ট্রেন বাতিল করা হয়েছে। উত্তর রেলওয়ের তরফে জানানো হয়েছে, ঘন কুয়াশার জন্য দিল্লিগামী ১৪টি ট্রেন দেরিতে চলছে। বিমান চলাচলও ব্যাহত হয়েছে। এছাড়া দৃশ্যমানতার অভাবে জাতীয় সড়কেও যান চলাচলে ব্যাঘাত ঘটছে।