৩ বছর নয়, এবার স্নাতক ৪ বছরে , শিক্ষায় পরিবর্তন আনছে ইউজিসি

- আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, শনিবার
- / 59
পুবের কলম ওয়েব ডেস্কঃ বদল আসছে উচ্চশিক্ষায়। স্নাতক ডিগ্রির ক্ষেত্রে এবার আসতে চলেছে বড় পরিবর্তন। তিন বছর পর নয়, বরং চার বছরে পূর্ণ হবে স্নাতকদের কোর্স। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির একটি খসড়া নিয়মে এমন প্রস্তাবনাই দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই নিয়ম তৈরি করা হয়েছে। আগামী সোমবার এই প্রস্তাবনা পেশ করা হতে পারে বলে জানা গিয়েছে।
তিন বছরের মেয়াদে ১২০ ক্রেডিট স্কোরের ভিত্তিতে পড়ুয়ারা সাধারণ ডিগ্রি পাবেন। অন্যদিকে, স্নাতক পড়ুয়ারা চার বছরের মেয়াদে ১৬০ ক্রেডিট স্কোরের ভিত্তিতে স্নাতক পাবেন। খসড়া প্রস্তাবনায় আরও বলা হয়েছে, যদি কোনও পড়ুয়া ভবিষ্যতে গবেষণা করতে চান, তবে তাদের চার বছরের স্নাতক ডিগ্রি চলাকালীনই রিসার্চ প্রজেক্ট বেছে নিতে হবে। এতে তারা কোর্সের মেয়াদ শেষে রিসার্চ স্পেশালাইজেশনের সঙ্গে স্নাতক ডিগ্রি পাবেন।
বর্তমানে যারা ‘চয়েস বেসড ক্রেডিট সিস্টেমে’ তিন বছরের স্নাতক ডিগ্রিতে ভর্তি হয়েছেন এবং পড়াশোনা করছেন, তারা চাইলে চার বছরের স্নাতক ডিগ্রিতে পড়ার জন্য আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের তরফে অনলাইনে ক্লাস-সহ একাধিক পদ্ধতিতে দুই কোর্সকে মিলিত করে দেওয়া হবে। ইউজিসির এই নয়া নিয়ম নিয়ে মুখ খুলেছেন কেরলের রাজ্যপাল আরিফ মুহাম্মদ খান। তিনি বলেছন এই আইন দেশ জুড়ে লাগু হবে। তাতে উপকৃত হবে গোটা দেশের পড়ুয়ারা।