২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বারে নয়, বাড়িতে বসে মদ খান! নয়া আবগারি নীতি মধ্যপ্রদেশ সরকারের

ইমামা খাতুন
  • আপডেট : ২০ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার
  • / 64

পুবের কলম ওয়েবডেস্ক: এ বার থেকে রাজ্যে খোলা রাখা যাবে না পানশালা। রবিবার মধ্যপ্রদেশ সরকার এমনই  একটি নতুন আবগারি নীতি অনুমোদন করেছে। এমনকি কেবলমাত্র লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে কেনা যাবে মদ। তবে সেটাও শর্ত সাপেক্ষ। আগের মত মদ কিনে দোকান লাগোয়া জায়গায় বসে মদ পান করা যাবে না। বাড়িতে নিয়ে গিয়ে মদ্যপান করতে হবে।

নতুন আবগারি নীতি অনুসারে, রাজ্যের সমস্ত বার এবং মধ্যপানের ঠেক বন্ধ করতে হবে। কেবলমাত্র স্বীকৃত মদের দোকানে বিক্রি করা যাবে মদ। শিক্ষাপ্রতিষ্ঠান, মেয়েদের হোস্টেল এবং ধর্মীয় স্থান থেকে মদের দোকানের দূরত্ব ৫০ মিটার থেকে বাড়িয়ে ১০০ মিটার করা হচ্ছে।

জানা গেছে, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যবাসীর মদ্যপানে রাশ টানতে এই সিদ্ধান্ত নিয়েছে। এমনকি ২০১০  সাল থেকে রাজ্যে কোনও নতুন দোকান খোলা হয়নি। উলটে বেশকিছু দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। নর্মদা সেবা যাত্রার সময় সে রাজ্যে ৬৪টি দোকান বন্ধ করা হয়েছিল। নতুন আবগারি নীতি মদ খাওয়াকে নিরুৎসাহিত করার জন্যও তৈরি করা হয়েছে, বলে জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।

উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবর্ষে নতুন আবগারি নীতি ঘোষণা করেছিল  মধ্যপ্রদেশ বিজেপি সরকার। সেই সময় মদের খুচরো দাম ২০ শতাংশ কম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নতুন নীতিতে সেই সময় রাজ্যের সমস্ত বিমানবন্দরে মদ বিক্রি এবং হোম বার লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল শিবরাজ সিং চৌহান সরকার।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বারে নয়, বাড়িতে বসে মদ খান! নয়া আবগারি নীতি মধ্যপ্রদেশ সরকারের

আপডেট : ২০ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: এ বার থেকে রাজ্যে খোলা রাখা যাবে না পানশালা। রবিবার মধ্যপ্রদেশ সরকার এমনই  একটি নতুন আবগারি নীতি অনুমোদন করেছে। এমনকি কেবলমাত্র লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে কেনা যাবে মদ। তবে সেটাও শর্ত সাপেক্ষ। আগের মত মদ কিনে দোকান লাগোয়া জায়গায় বসে মদ পান করা যাবে না। বাড়িতে নিয়ে গিয়ে মদ্যপান করতে হবে।

নতুন আবগারি নীতি অনুসারে, রাজ্যের সমস্ত বার এবং মধ্যপানের ঠেক বন্ধ করতে হবে। কেবলমাত্র স্বীকৃত মদের দোকানে বিক্রি করা যাবে মদ। শিক্ষাপ্রতিষ্ঠান, মেয়েদের হোস্টেল এবং ধর্মীয় স্থান থেকে মদের দোকানের দূরত্ব ৫০ মিটার থেকে বাড়িয়ে ১০০ মিটার করা হচ্ছে।

জানা গেছে, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যবাসীর মদ্যপানে রাশ টানতে এই সিদ্ধান্ত নিয়েছে। এমনকি ২০১০  সাল থেকে রাজ্যে কোনও নতুন দোকান খোলা হয়নি। উলটে বেশকিছু দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। নর্মদা সেবা যাত্রার সময় সে রাজ্যে ৬৪টি দোকান বন্ধ করা হয়েছিল। নতুন আবগারি নীতি মদ খাওয়াকে নিরুৎসাহিত করার জন্যও তৈরি করা হয়েছে, বলে জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।

উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবর্ষে নতুন আবগারি নীতি ঘোষণা করেছিল  মধ্যপ্রদেশ বিজেপি সরকার। সেই সময় মদের খুচরো দাম ২০ শতাংশ কম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নতুন নীতিতে সেই সময় রাজ্যের সমস্ত বিমানবন্দরে মদ বিক্রি এবং হোম বার লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল শিবরাজ সিং চৌহান সরকার।