০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কোহলি নন, লোকেশ রাহুলের নেতৃত্বে খেলবে ভারত

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২ নভেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 9

পুবের কলম ওয়েবডেস্কঃ টি-২০ বিশ্বকাপের পর আসন্ন নিউজিল্যান্ড সিরিজে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিতে চলেছে ভারত। একাধিক তারকা ক্রিকেটারদের অনুপস্থিতিতে এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপের ফাইনাল। এরপরই তিনটি টি-২০ ও দুটি টেস্ট ম্যাচ খেলতে ভারত সফরে আসবে নিউজিল্যান্ড।

১৭ নভেম্বর হবে প্রথম টি-২০ ম্যাচ। টানা ম্যাচ খেলার ধকল কাটিয়ে উঠতেই ওই সিরিজে ভারতীয় দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিতে চায় বিসিসিআই। ওই সিরিজের টি-২০তে রাহুলের নেতৃত্ব দেওয়ার জোরালো সম্ভাবনা থাকলেও টেস্টে ভারতকে নেতৃত্ব দেখা যাবে বিরাট কোহলিকেই। এদিন বোর্ড সূত্রে জানা গিয়েছে, সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম প্রয়োজন। এটা কোনো গোপন বিষয় না যে, রাহুল টি-২০ দলের গুরুত্বপূর্ণ সদস্য। সে ওই ভারতীয় দলকে নেতৃত্ব দেবে, সেটা প্রায় নিশ্চিত।’ বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, ওই সিরিজে মাঠে দর্শক থাকবে। গ্যালারি ভরা না থাকলেও, দীর্ঘদিন পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা নিজেদের দেশে কোহলি, রাহুলদের গ্যালারিতে বসে খেলতে দেখবেন।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কোহলি নন, লোকেশ রাহুলের নেতৃত্বে খেলবে ভারত

আপডেট : ২ নভেম্বর ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ টি-২০ বিশ্বকাপের পর আসন্ন নিউজিল্যান্ড সিরিজে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিতে চলেছে ভারত। একাধিক তারকা ক্রিকেটারদের অনুপস্থিতিতে এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপের ফাইনাল। এরপরই তিনটি টি-২০ ও দুটি টেস্ট ম্যাচ খেলতে ভারত সফরে আসবে নিউজিল্যান্ড।

১৭ নভেম্বর হবে প্রথম টি-২০ ম্যাচ। টানা ম্যাচ খেলার ধকল কাটিয়ে উঠতেই ওই সিরিজে ভারতীয় দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিতে চায় বিসিসিআই। ওই সিরিজের টি-২০তে রাহুলের নেতৃত্ব দেওয়ার জোরালো সম্ভাবনা থাকলেও টেস্টে ভারতকে নেতৃত্ব দেখা যাবে বিরাট কোহলিকেই। এদিন বোর্ড সূত্রে জানা গিয়েছে, সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম প্রয়োজন। এটা কোনো গোপন বিষয় না যে, রাহুল টি-২০ দলের গুরুত্বপূর্ণ সদস্য। সে ওই ভারতীয় দলকে নেতৃত্ব দেবে, সেটা প্রায় নিশ্চিত।’ বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, ওই সিরিজে মাঠে দর্শক থাকবে। গ্যালারি ভরা না থাকলেও, দীর্ঘদিন পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা নিজেদের দেশে কোহলি, রাহুলদের গ্যালারিতে বসে খেলতে দেখবেন।