এবার সিরিয়ার রাতভর হামলা চালাল ইসরাইল, ১৬ জনের মৃত্যু

- আপডেট : ৩ জুন ২০২৪, সোমবার
- / 7
পুবের কলম, ওয়েবডেস্ক: এবার সিরিয়ার আলেপ্পোতে রাতভর হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। সূত্রটি জানিয়েছে, আলেপ্পোর দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি স্থান থেকে মধ্যরাতের পর ইসরাইল হামলা চালায়। ক্ষেপণাস্ত্রগুলো আলেপ্পো শহরের আশপাশের এলাকায় আঘাত হেনেছে। এর ফলে বহু মানুষ নিহত হয়েছেন। বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে এ তথ্য জানিয়েছে সিরিয়ার সামরিক বাহিনী। আলেপ্পোর একটি সামরিক সূত্র সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে জানিয়েছে, হতাহতদের মধ্যে ইরাকি এবং ইরান-সমর্থিত অন্যান্য গোষ্ঠীর যোদ্ধারা রয়েছেন। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর ওপর হামলা চালানোর জন্য সরকারপন্থি বাহিনী যে এলাকা ব্যবহার করে, সেখান থেকে হামলা হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, আলেপ্পো শহরের উত্তরে হায়ান শহরে একটি বিমান হামলায় ইরানপন্থি গোষ্ঠীর ১৬ জন সদস্য নিহত হয়েছেন।