১০ অগাস্ট ২০২৫, রবিবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এনআরএস হাসপাতালে সোশ্যাল মিডিয়া-সহ ব্লক একাধিক ওয়েবসাইট

আবুল খায়ের
  • আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার
  • / 139

পুবের কলম প্রতিবেদক: ‘অন ডিউটি’ থাকাকালীন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মোবাইল ফোনের ব্যবহার কমাতে নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করল শিয়ালদহের এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। বিনামূল্যে সরকারি ইন্টারনেটের যথেচ্ছ অপব্যবহার রুখতে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
এনআরএস মেডিক্যাল কলেজে নতুন করে ইন্টারনেটের ফায়ারওয়্যার সিস্টেম বসানো হচ্ছে। সরকারি ইন্টারনেট ব্যবহার করে, বিনামূল্যে ওয়াইফাই-এর সুবিধার অপব্যবহার করা যাবে না! হাসপাতালে ইন্টারনেট পরিষেবা একমাত্র প্রশাসনিক এবং শিক্ষামূলক কাজেই ব্যবহৃত হবে, সেই কথা মাথায় রেখেই এই পদক্ষেপ বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। যে বেসরকারি সংস্থা এই ইন্টারনেট সার্ভিস দেওয়ার দায়িত্বে আছে, তাদের লিখিতভাবে বিভিন্ন সাইট ব্লক করার নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সংবাদ সূত্রে জানা গেছে, হাসপাতাল চত্বরের ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব-সহ সবরকম সোশ্যাল মিডিয়া সাইট ব্লক করার পাশাপাশি সব রকম প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইট, বাণিজ্যিক ওয়েবসাইট, সিনেমা-ওয়েব সিরিজের সাইট, নেটফ্লিক্স, আমাজন প্রাইম, হটস্টার! এমনকী ব্লক করা হয়েছে জোম্যাটো, সুইগি, ব্লিঙ্কইট-এর মতো ফুড ডেলিভারি অ্যাপগুলিও।
সংস্থাকে পাঠানো চিঠিতে হাসপাতাল কর্তৃপক্ষ উল্লেখ করেছে, হাসপাতালে একমাত্র খোলা থাকবে কেন্দ্র এবং রাজ্য সরকারের সরকারি ওয়েবসাইটগুলি। খোলা থাকবে হোয়াটসঅ্যাপ জিমেইল, ইয়াহু এবং ভিডিয়ো কনফারেন্সের জন্য প্রয়োজনীয় সাইট। বাকি সব সাইট ব্লক করে দিতে হবে।

 

আরও পড়ুন: সরকারি হাসপাতালে সফল জটিল অস্ত্রোপচার, ‘ধনুক’ মেরুদণ্ড সোজা করল এনআরএস

আরও পড়ুন: NRS হাসপাতালকে শোকজ করল জাতীয় মেডিক্যাল কমিশন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এনআরএস হাসপাতালে সোশ্যাল মিডিয়া-সহ ব্লক একাধিক ওয়েবসাইট

আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: ‘অন ডিউটি’ থাকাকালীন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মোবাইল ফোনের ব্যবহার কমাতে নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করল শিয়ালদহের এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। বিনামূল্যে সরকারি ইন্টারনেটের যথেচ্ছ অপব্যবহার রুখতে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
এনআরএস মেডিক্যাল কলেজে নতুন করে ইন্টারনেটের ফায়ারওয়্যার সিস্টেম বসানো হচ্ছে। সরকারি ইন্টারনেট ব্যবহার করে, বিনামূল্যে ওয়াইফাই-এর সুবিধার অপব্যবহার করা যাবে না! হাসপাতালে ইন্টারনেট পরিষেবা একমাত্র প্রশাসনিক এবং শিক্ষামূলক কাজেই ব্যবহৃত হবে, সেই কথা মাথায় রেখেই এই পদক্ষেপ বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। যে বেসরকারি সংস্থা এই ইন্টারনেট সার্ভিস দেওয়ার দায়িত্বে আছে, তাদের লিখিতভাবে বিভিন্ন সাইট ব্লক করার নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সংবাদ সূত্রে জানা গেছে, হাসপাতাল চত্বরের ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব-সহ সবরকম সোশ্যাল মিডিয়া সাইট ব্লক করার পাশাপাশি সব রকম প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইট, বাণিজ্যিক ওয়েবসাইট, সিনেমা-ওয়েব সিরিজের সাইট, নেটফ্লিক্স, আমাজন প্রাইম, হটস্টার! এমনকী ব্লক করা হয়েছে জোম্যাটো, সুইগি, ব্লিঙ্কইট-এর মতো ফুড ডেলিভারি অ্যাপগুলিও।
সংস্থাকে পাঠানো চিঠিতে হাসপাতাল কর্তৃপক্ষ উল্লেখ করেছে, হাসপাতালে একমাত্র খোলা থাকবে কেন্দ্র এবং রাজ্য সরকারের সরকারি ওয়েবসাইটগুলি। খোলা থাকবে হোয়াটসঅ্যাপ জিমেইল, ইয়াহু এবং ভিডিয়ো কনফারেন্সের জন্য প্রয়োজনীয় সাইট। বাকি সব সাইট ব্লক করে দিতে হবে।

 

আরও পড়ুন: সরকারি হাসপাতালে সফল জটিল অস্ত্রোপচার, ‘ধনুক’ মেরুদণ্ড সোজা করল এনআরএস

আরও পড়ুন: NRS হাসপাতালকে শোকজ করল জাতীয় মেডিক্যাল কমিশন