৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

NRS হাসপাতালকে শোকজ করল জাতীয় মেডিক্যাল কমিশন

সুস্মিতা
  • আপডেট : ২০ মে ২০২৫, মঙ্গলবার
  • / 137

পুবের কলম ওয়েবডেস্ক: কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ (NRS) কর্তৃপক্ষকে শোকজ করেছে জাতীয় মেডিক্যাল কমিশন। জানা গিয়েছে, ইতিমধ্যেই সেই শোকজের জবাব দিয়েছে কর্তৃপক্ষ। এর পরেই কলেজের চিকিৎসক, অধ্যাপকদের জন্য নোটিশ জারি করা হয়েছে। ওই নোটিশে বলা হয়েছে। ডিউটিতে যোগ দেওয়া ও ক্যাম্পাস ছেড়ে যাওয়ার আগে ফেস বায়োমেট্রিক বাধ্যতামূলক। কোনও অধ্যাপক বা চিকিৎসক যদি বায়োমেট্রিককে হাজিরা না দেন তাহলে সেই দিনটিতে তাঁকে গরহাজির হিসাবে ধরে নেওয়া হবে। ছুটি নিয়েও কড়া পদক্ষেপের কথা জানানো হয়েছে নোটিশে। বলা হয়েছে, আগে থেকে ছুটির জন্য আবেদন করতে হবে। যদি এই নিয়ম না মেনে কেউ ছুটি নেন, তাহলে তাঁর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে।

জানা গিয়েছে, মোট আটটি কারণ উল্লেখ করে এনআরএস মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে শোকজ করে জাতীয় মেডিক্যাল কমিশন। সেই শোকজ নোটিশে বলা হয়েছে, এনআরএস -এ মোট ২০ টি বিভাগ থাকলেও ১৮ টি বিভাগেই চিকিৎসকদের হাজিরা সংক্রান্ত গরমিল রয়েছে। পাশাপাশি একাধিক বিভাগে অনেক হিসাবেরই গরমিল খুঁজে পাওয়া গিয়েছে বলে ওই নোটিশে উল্লেখ রয়েছে। হাসপাতালে এখনও পর্যন্ত কতজন মানুষ চিকিৎসা পেয়েছেন বা কতজন মারা গিয়েছেন সে বিষয়েও সঠিক তথ্য দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: সরকারি হাসপাতালে সফল জটিল অস্ত্রোপচার, ‘ধনুক’ মেরুদণ্ড সোজা করল এনআরএস

এনআরএস -এ চিকিৎসা পরিষেবা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভের কথা একাধিকবার শোনা গিয়েছে। কখনও অভিযোগ উঠেছে হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নেই। আবার কখনও শোনা গিয়েছে হাসপাতালে এসেও পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না রোগীরা। এবার সেই নিয়েই জাতীয় মেডিক্যাল কমিশন শোকজ করে যথাযথ উদ্যোগ নিতে বলা হয়েছে এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষকে।

আরও পড়ুন: ডিজিটাল আই কার্ড চালু এনআরএসে

আরও পড়ুন: এনআরএস হাসপাতালে সোশ্যাল মিডিয়া-সহ ব্লক একাধিক ওয়েবসাইট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

NRS হাসপাতালকে শোকজ করল জাতীয় মেডিক্যাল কমিশন

আপডেট : ২০ মে ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ (NRS) কর্তৃপক্ষকে শোকজ করেছে জাতীয় মেডিক্যাল কমিশন। জানা গিয়েছে, ইতিমধ্যেই সেই শোকজের জবাব দিয়েছে কর্তৃপক্ষ। এর পরেই কলেজের চিকিৎসক, অধ্যাপকদের জন্য নোটিশ জারি করা হয়েছে। ওই নোটিশে বলা হয়েছে। ডিউটিতে যোগ দেওয়া ও ক্যাম্পাস ছেড়ে যাওয়ার আগে ফেস বায়োমেট্রিক বাধ্যতামূলক। কোনও অধ্যাপক বা চিকিৎসক যদি বায়োমেট্রিককে হাজিরা না দেন তাহলে সেই দিনটিতে তাঁকে গরহাজির হিসাবে ধরে নেওয়া হবে। ছুটি নিয়েও কড়া পদক্ষেপের কথা জানানো হয়েছে নোটিশে। বলা হয়েছে, আগে থেকে ছুটির জন্য আবেদন করতে হবে। যদি এই নিয়ম না মেনে কেউ ছুটি নেন, তাহলে তাঁর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে।

জানা গিয়েছে, মোট আটটি কারণ উল্লেখ করে এনআরএস মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে শোকজ করে জাতীয় মেডিক্যাল কমিশন। সেই শোকজ নোটিশে বলা হয়েছে, এনআরএস -এ মোট ২০ টি বিভাগ থাকলেও ১৮ টি বিভাগেই চিকিৎসকদের হাজিরা সংক্রান্ত গরমিল রয়েছে। পাশাপাশি একাধিক বিভাগে অনেক হিসাবেরই গরমিল খুঁজে পাওয়া গিয়েছে বলে ওই নোটিশে উল্লেখ রয়েছে। হাসপাতালে এখনও পর্যন্ত কতজন মানুষ চিকিৎসা পেয়েছেন বা কতজন মারা গিয়েছেন সে বিষয়েও সঠিক তথ্য দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: সরকারি হাসপাতালে সফল জটিল অস্ত্রোপচার, ‘ধনুক’ মেরুদণ্ড সোজা করল এনআরএস

এনআরএস -এ চিকিৎসা পরিষেবা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভের কথা একাধিকবার শোনা গিয়েছে। কখনও অভিযোগ উঠেছে হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নেই। আবার কখনও শোনা গিয়েছে হাসপাতালে এসেও পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না রোগীরা। এবার সেই নিয়েই জাতীয় মেডিক্যাল কমিশন শোকজ করে যথাযথ উদ্যোগ নিতে বলা হয়েছে এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষকে।

আরও পড়ুন: ডিজিটাল আই কার্ড চালু এনআরএসে

আরও পড়ুন: এনআরএস হাসপাতালে সোশ্যাল মিডিয়া-সহ ব্লক একাধিক ওয়েবসাইট