১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
OBC Certificate case: তারিখ পে তারিখ, ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল শুনানি

ইমামা খাতুন
- আপডেট : ২৫ অগাস্ট ২০২৫, সোমবার
- / 409
পুবের কলম,ওয়েবডেস্ক: তারিখ পে তারিখ (OBC Certificate case)! তবে তারিখ আর আসে না। কথা হচ্ছে OBC মামলার। ফের পিছিয়ে গেল OBC শংসাপত্র বাতিল মামলার শুনানি। আগামী সোমবার শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি। এর আগেও সুপ্রিম কোর্ট এই মামলার শুনানি পিছিয়ে দিয়েছিল (OBC Certificate case)।
বিশেষ ভাবে সক্ষমদের দিয়ে মস্করা, সময় রায়না সহ ৫ ইউটিউবারকে চরম ভর্ৎসনা Supreme Court-র
২০২৪ সালের ২২ মে ওবিসি নিয়ে প্রথম রায় দিয়েছিল কলকাতা হাই কোর্ট। বলা হয়েছিল, ২০১০ সালের পরে রাজ্যের তালিকায় যত ওবিসি সম্প্রদায় যুক্ত হয়েছে, তা বাতিল। তারপর ২০১০ সালের পর থেকে জারি করা সমস্ত ওবিসি শংসাপত্রও বাতিল করে দেওয়া হয়।