০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ওবিসি সংরক্ষণে ফের ধাক্কা রাজ্যের, হাইকোর্টে উঠল আদালত অবমাননার মামলা

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার
  • / 221

পুবের কলম ওয়েবডেস্ক: ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলায় ফের বড় ধাক্কা খেল রাজ্য সরকার। হাইকোর্টে জারি হওয়া নতুন অন্তর্বর্তী স্থগিতাদেশের পর এবার রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে।

হাইকোর্টে অভিযোগ, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও অনলাইন ভর্তি পোর্টাল চালু রেখেছে রাজ্য, যেখানে এখনও ওবিসি-এ ও ওবিসি-বি ক্যাটেগরির উল্লেখ রয়েছে।

গত মঙ্গলবার কলকাতা হাইকোর্ট রাজ্যের নতুন বিজ্ঞপ্তির উপরেও স্থগিতাদেশ জারি করে। সেই নির্দেশের কয়েক ঘণ্টা পরেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কলেজে অনলাইন ভর্তি পোর্টালের উদ্বোধন করেন। অভিযোগ, সেখানে রাজ্য সরকারের জারি করা নতুন নির্দেশ অনুযায়ী সব শ্রেণিকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে, যা হাইকোর্টের রায়ের সরাসরি লঙ্ঘন।

আরও পড়ুন: BREAKING: ৭ অগস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ

বৃহস্পতিবার, ওবিসি সংরক্ষণ মামলার মূল আবেদনকারীর আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আদালতের দৃষ্টি আকর্ষণ করেন এই বিষয়ে। তিনি প্রশ্ন তোলেন, স্থগিতাদেশ থাকা সত্ত্বেও কীভাবে পোর্টাল চালু রাখা হলো এবং ওবিসি ক্যাটেগরিকে যুক্ত রাখা হলো? এর জেরে রাজ্যের উচ্চশিক্ষা দফতর ও মুখ্যসচিবকে মামলার পক্ষভুক্ত করা হয়েছে আদালতে।

আরও পড়ুন: নতুন ওবিসি তালিকায় স্থগিতাদেশ খারিজ শীর্ষ কোর্টে, জয় রাজ্যের

২০১০ সালের পরে রাজ্যের তরফে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র ইতিমধ্যেই বাতিল বলে ঘোষণা করেছে আদালত। সেই সঙ্গে বিধানসভায় নতুন করে তালিকা প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছিল। তবে অভিযোগ উঠেছে, রাজ্য নতুন নিয়ম মেনে ওবিসি তালিকা প্রস্তুত করেনি। তাই নতুন বিজ্ঞপ্তির ওপরেও হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে।

আরও পড়ুন: ‘পুলিশের অনুমতি ছাড়া নবান্ন অভিযান করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে’, কলকাতা হাইকোর্ট

এই পরিস্থিতিতে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার জটে আটকে রয়েছে রাজ্যের কলেজে ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে শিক্ষক নিয়োগ পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আদালতের এই নির্দেশ ও মামলার পরবর্তী রায়ই ঠিক করবে রাজ্যের শিক্ষাক্ষেত্রের ভবিষ্যৎ গতি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওবিসি সংরক্ষণে ফের ধাক্কা রাজ্যের, হাইকোর্টে উঠল আদালত অবমাননার মামলা

আপডেট : ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলায় ফের বড় ধাক্কা খেল রাজ্য সরকার। হাইকোর্টে জারি হওয়া নতুন অন্তর্বর্তী স্থগিতাদেশের পর এবার রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে।

হাইকোর্টে অভিযোগ, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও অনলাইন ভর্তি পোর্টাল চালু রেখেছে রাজ্য, যেখানে এখনও ওবিসি-এ ও ওবিসি-বি ক্যাটেগরির উল্লেখ রয়েছে।

গত মঙ্গলবার কলকাতা হাইকোর্ট রাজ্যের নতুন বিজ্ঞপ্তির উপরেও স্থগিতাদেশ জারি করে। সেই নির্দেশের কয়েক ঘণ্টা পরেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কলেজে অনলাইন ভর্তি পোর্টালের উদ্বোধন করেন। অভিযোগ, সেখানে রাজ্য সরকারের জারি করা নতুন নির্দেশ অনুযায়ী সব শ্রেণিকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে, যা হাইকোর্টের রায়ের সরাসরি লঙ্ঘন।

আরও পড়ুন: BREAKING: ৭ অগস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ

বৃহস্পতিবার, ওবিসি সংরক্ষণ মামলার মূল আবেদনকারীর আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আদালতের দৃষ্টি আকর্ষণ করেন এই বিষয়ে। তিনি প্রশ্ন তোলেন, স্থগিতাদেশ থাকা সত্ত্বেও কীভাবে পোর্টাল চালু রাখা হলো এবং ওবিসি ক্যাটেগরিকে যুক্ত রাখা হলো? এর জেরে রাজ্যের উচ্চশিক্ষা দফতর ও মুখ্যসচিবকে মামলার পক্ষভুক্ত করা হয়েছে আদালতে।

আরও পড়ুন: নতুন ওবিসি তালিকায় স্থগিতাদেশ খারিজ শীর্ষ কোর্টে, জয় রাজ্যের

২০১০ সালের পরে রাজ্যের তরফে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র ইতিমধ্যেই বাতিল বলে ঘোষণা করেছে আদালত। সেই সঙ্গে বিধানসভায় নতুন করে তালিকা প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছিল। তবে অভিযোগ উঠেছে, রাজ্য নতুন নিয়ম মেনে ওবিসি তালিকা প্রস্তুত করেনি। তাই নতুন বিজ্ঞপ্তির ওপরেও হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে।

আরও পড়ুন: ‘পুলিশের অনুমতি ছাড়া নবান্ন অভিযান করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে’, কলকাতা হাইকোর্ট

এই পরিস্থিতিতে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার জটে আটকে রয়েছে রাজ্যের কলেজে ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে শিক্ষক নিয়োগ পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আদালতের এই নির্দেশ ও মামলার পরবর্তী রায়ই ঠিক করবে রাজ্যের শিক্ষাক্ষেত্রের ভবিষ্যৎ গতি।