২৫ জুলাই ২০২৫, শুক্রবার, ৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
ওবিসি তালিকা ইস্যুতে হাই কোর্টের স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য, প্রধান বিচারপতির অনুমতি, শুনানি সোমবার

মোক্তার হোসেন মন্ডল
- আপডেট : ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 83
পুবের কলম ওয়েবডেস্ক: ওবিসি তালিকা সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল পশ্চিমবঙ্গ সরকার। আজ শীর্ষ আদালতে প্রধান বিচারপতির কাছে দ্রুত শুনানির আর্জি জানান রাজ্যের আইনজীবী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা কপিল সিব্বল। প্রধান বিচারপতি মামলাটি গ্রহণের অনুমতি দেন। সম্ভাব্যভাবে আগামী সোমবার (২৯ জুলাই) এই মামলার শুনানি হতে পারে।
কপিল সিব্বল বলেন, “নতুন তালিকাকে চ্যালেঞ্জ করে একটি রিট মামলা দায়ের করা হয়েছিল, যেখানে বলা হয়েছে আমাদের (রাজ্যকে) আইন প্রণয়ন করতে হবে। অথচ এটি পূর্ববর্তী সব রায়ের পরিপন্থী।”