২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মুসলিম পরিচয় দিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট! গ্রেফতার হিন্দু যুবক

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৯ জুলাই ২০২২, মঙ্গলবার
  • / 90

পুবের কলম, ওয়েবডেস্ক:  মুসলিম পরিচয় দিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে এক হিন্দু যুবককে গ্রেফতার করেছে পুলিশ। কর্নাটকের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম দিভিন দেবাইয়া। দিভিন কর্ণাটকের কোডাগু জেলার ভিরাজপেট তালুকের কেদামুল্লুর বাসিন্দা।

ধৃত একজন মুসলিম যুবকের নাম দিয়ে ফেসবুকে একটি জাল অ্যাকাউন্ট খোলে। অভিযুক্ত, তার জাল অ্যাকাউন্টের মাধ্যমে ‘দেবী কাবেরী’র নামে অবমাননাকর, আপত্তিকর বার্তা পোস্ট করেছিল। দেবী কাবেরীকে স্থানীয় কোদাভা সম্প্রদায় তাদের দেবতা হিসাবে পুজো করে। ধৃত হিন্দু যুবক ফেসবুকে নিজেকে মুসলিম পরিচয় দিয়ে কোদাভা সম্প্রদায়ের মহিলাদের লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য পোস্ট করে।

আরও পড়ুন: কর্নাটকের ধর্মস্থলা মন্দিরে ধর্ষণ ও খুনের অভিযোগ, ২৫ বছর পর মুখ খুললেন দলিত সাফাইকর্মী

কোডাগু বিজেপির শক্তপোক্ত ঘাঁটি বলেই পরিচিত। হিন্দু সংগঠনগুলি এই জেলায় বেশ সক্রিয়। সামাজিক মাধ্যমে করা এই পোস্ট নিয়ে নিন্দার ঝড় ওঠে। বিভিন্ন হিন্দু সংগঠন পোস্টগুলির নিন্দা জানিয়ে বনধের ডাক দেয়। নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ে।

আরও পড়ুন: নিম্ন আদালতে জামিন পেয়েই কর্নাটকে গণধর্ষকদের শোভাযাত্রা

কর্নাটক পুলিশ মুম্বই পুলিশের সঙ্গে একযোগে তদন্ত শুরু করে। এর পর ক্যালিফোর্নিয়া থেকে জাল ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে বলে তথ্য পায় তারা। এর পরেই কর্নাটক পুলিশ অভিযুক্ত দিভিন দেবাইয়া নামে ওই হিন্দু যুবককে গ্রেফতার করে।

আরও পড়ুন: নিখোঁজ পদ্মশ্রী প্রাপক বিজ্ঞানীর দেহ নদী থেকে উদ্ধার

কোডাগু জেলার পুলিশ সুপার এম এ আইয়াপ্পা বলেন, সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে অপব্যবহার করা খুব সহজ হয়ে দাঁড়িয়েছে। কারণ যারা এটির অপব্যবহার করে তারা চারপাশের পরিস্থিতি, সমাজ সম্পর্কে জ্ঞান রাখে না।

কোদাভা কমিউনিটির সদস্যরা জানিয়েছেন, এফবিতে আপত্তিকর পোস্ট করেছিল মুসলিম যুবকের নাম করে। পরে জানা গেছে, এই ঘটনার সঙ্গে মুসলিমরা কোনও ভাবেই জড়িত নয়। এগুলি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। যারা এইভাবে সোশ্যাল মাধ্যমকে ব্যবহার করছে, তাদের সমাজের সম্পর্কে একবার ভাবা দরকার। এই ধরনের ঘটনা থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত।
এর পরেই বনধ প্রত্যাহার করে নেওয়া হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুসলিম পরিচয় দিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট! গ্রেফতার হিন্দু যুবক

আপডেট : ১৯ জুলাই ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  মুসলিম পরিচয় দিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে এক হিন্দু যুবককে গ্রেফতার করেছে পুলিশ। কর্নাটকের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম দিভিন দেবাইয়া। দিভিন কর্ণাটকের কোডাগু জেলার ভিরাজপেট তালুকের কেদামুল্লুর বাসিন্দা।

ধৃত একজন মুসলিম যুবকের নাম দিয়ে ফেসবুকে একটি জাল অ্যাকাউন্ট খোলে। অভিযুক্ত, তার জাল অ্যাকাউন্টের মাধ্যমে ‘দেবী কাবেরী’র নামে অবমাননাকর, আপত্তিকর বার্তা পোস্ট করেছিল। দেবী কাবেরীকে স্থানীয় কোদাভা সম্প্রদায় তাদের দেবতা হিসাবে পুজো করে। ধৃত হিন্দু যুবক ফেসবুকে নিজেকে মুসলিম পরিচয় দিয়ে কোদাভা সম্প্রদায়ের মহিলাদের লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য পোস্ট করে।

আরও পড়ুন: কর্নাটকের ধর্মস্থলা মন্দিরে ধর্ষণ ও খুনের অভিযোগ, ২৫ বছর পর মুখ খুললেন দলিত সাফাইকর্মী

কোডাগু বিজেপির শক্তপোক্ত ঘাঁটি বলেই পরিচিত। হিন্দু সংগঠনগুলি এই জেলায় বেশ সক্রিয়। সামাজিক মাধ্যমে করা এই পোস্ট নিয়ে নিন্দার ঝড় ওঠে। বিভিন্ন হিন্দু সংগঠন পোস্টগুলির নিন্দা জানিয়ে বনধের ডাক দেয়। নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ে।

আরও পড়ুন: নিম্ন আদালতে জামিন পেয়েই কর্নাটকে গণধর্ষকদের শোভাযাত্রা

কর্নাটক পুলিশ মুম্বই পুলিশের সঙ্গে একযোগে তদন্ত শুরু করে। এর পর ক্যালিফোর্নিয়া থেকে জাল ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে বলে তথ্য পায় তারা। এর পরেই কর্নাটক পুলিশ অভিযুক্ত দিভিন দেবাইয়া নামে ওই হিন্দু যুবককে গ্রেফতার করে।

আরও পড়ুন: নিখোঁজ পদ্মশ্রী প্রাপক বিজ্ঞানীর দেহ নদী থেকে উদ্ধার

কোডাগু জেলার পুলিশ সুপার এম এ আইয়াপ্পা বলেন, সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে অপব্যবহার করা খুব সহজ হয়ে দাঁড়িয়েছে। কারণ যারা এটির অপব্যবহার করে তারা চারপাশের পরিস্থিতি, সমাজ সম্পর্কে জ্ঞান রাখে না।

কোদাভা কমিউনিটির সদস্যরা জানিয়েছেন, এফবিতে আপত্তিকর পোস্ট করেছিল মুসলিম যুবকের নাম করে। পরে জানা গেছে, এই ঘটনার সঙ্গে মুসলিমরা কোনও ভাবেই জড়িত নয়। এগুলি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। যারা এইভাবে সোশ্যাল মাধ্যমকে ব্যবহার করছে, তাদের সমাজের সম্পর্কে একবার ভাবা দরকার। এই ধরনের ঘটনা থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত।
এর পরেই বনধ প্রত্যাহার করে নেওয়া হয়।