০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ওমিক্রন আতঙ্কঃ মাধ্যমিকের টেস্ট বাধ্যতামূলক করল পর্ষদ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১ ডিসেম্বর ২০২১, বুধবার
  • / 119

প্রতীকী ছবি

পুবের কলম, ওয়েবডেস্কঃ এবার মাধ্যমিকের টেস্ট বাধ্যতামূলক হল। উচ্চ মাধ্যমিকের পর এবার মাধ্যমিকের টেস্ট বাধ্যতামূলক করার নির্দেশ পর্ষদের। মাধ্যমিকের টেস্ট হবে স্কুলে। ১৩ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে এই টেস্ট নিতে হবে।

পর্ষদের তরফে জানানো হয়েছে,  অতিরিক্ত বিষয়সহ ৭টি  বিষয়ে ৭০০ নম্বরের পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা মেনে প্রশ্নপত্র তৈরি করবেন স্কুলের শিক্ষকরাই। পরীক্ষার পর প্রশ্নপত্র পাঠাতে হবে পর্ষদকে। পরীক্ষার খাতাও দেখবেন স্কুলেরই শিক্ষকরা।

আরও পড়ুন: স্কুলে সংবিধানের প্রস্তাবনা পাঠ বাধ্যতামূলক করল রাজস্থান

প্রসঙ্গত, ওমিক্রনের কারণে উচ্চ মাধ্যমিকের পর বাধ্যতামূল হল মাধ্যমিকের টেস্টও। এর আগে সরকারের তরফে জানানো হয়েছিল, ইচ্ছা করলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট না নিতে পারে তারা। তবে পরিবর্তিত পরিস্থিতিতে অবস্থান বদলাল শিক্ষা দফতর। মঙ্গলবার উচ্চ মাধ্যমিকের টেস্ট বাধ্যতামূলক করেছিল সংশ্লিষ্ট পর্ষদ। তার পর থেকেই মাধ্যমিকের টেস্ট বাধ্যতামূলক হতে পারে বলে জল্পনা চলছিল। এবার বুধবার সেই বক্তব্যে শিলমোহর দিল পর্ষদ।

আরও পড়ুন: এবার সরকারি দফতরে ১০০ শতাংশ হাজিরা বাধ্যতামূলক

 

আরও পড়ুন: ওমিক্রন আতঙ্কঃ বছরের প্রথম দিন বন্ধ থাকছে দক্ষিণেশ্বর মন্দির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওমিক্রন আতঙ্কঃ মাধ্যমিকের টেস্ট বাধ্যতামূলক করল পর্ষদ

আপডেট : ১ ডিসেম্বর ২০২১, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ এবার মাধ্যমিকের টেস্ট বাধ্যতামূলক হল। উচ্চ মাধ্যমিকের পর এবার মাধ্যমিকের টেস্ট বাধ্যতামূলক করার নির্দেশ পর্ষদের। মাধ্যমিকের টেস্ট হবে স্কুলে। ১৩ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে এই টেস্ট নিতে হবে।

পর্ষদের তরফে জানানো হয়েছে,  অতিরিক্ত বিষয়সহ ৭টি  বিষয়ে ৭০০ নম্বরের পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা মেনে প্রশ্নপত্র তৈরি করবেন স্কুলের শিক্ষকরাই। পরীক্ষার পর প্রশ্নপত্র পাঠাতে হবে পর্ষদকে। পরীক্ষার খাতাও দেখবেন স্কুলেরই শিক্ষকরা।

আরও পড়ুন: স্কুলে সংবিধানের প্রস্তাবনা পাঠ বাধ্যতামূলক করল রাজস্থান

প্রসঙ্গত, ওমিক্রনের কারণে উচ্চ মাধ্যমিকের পর বাধ্যতামূল হল মাধ্যমিকের টেস্টও। এর আগে সরকারের তরফে জানানো হয়েছিল, ইচ্ছা করলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট না নিতে পারে তারা। তবে পরিবর্তিত পরিস্থিতিতে অবস্থান বদলাল শিক্ষা দফতর। মঙ্গলবার উচ্চ মাধ্যমিকের টেস্ট বাধ্যতামূলক করেছিল সংশ্লিষ্ট পর্ষদ। তার পর থেকেই মাধ্যমিকের টেস্ট বাধ্যতামূলক হতে পারে বলে জল্পনা চলছিল। এবার বুধবার সেই বক্তব্যে শিলমোহর দিল পর্ষদ।

আরও পড়ুন: এবার সরকারি দফতরে ১০০ শতাংশ হাজিরা বাধ্যতামূলক

 

আরও পড়ুন: ওমিক্রন আতঙ্কঃ বছরের প্রথম দিন বন্ধ থাকছে দক্ষিণেশ্বর মন্দির