২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

২৬ শে জানুয়ারিকে সামনে রেখে বাড়ানো হল কলকাতা মেট্রোর নিরাপত্তা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৪ জানুয়ারী ২০২২, সোমবার
  • / 21

পুবের কলম প্রতিবেদকঃ ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কথা মাথায় রেখে কলকাতা মেট্রোর নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হল। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগে থেকেই এই নিরাপত্তা বাড়ানো হল। মেট্রোরেলের পক্ষ থেকে প্রায় সাড়ে আটশো রেলপুলিশের কর্মী মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও কলকাতা মেট্রোর যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক পদক্ষেপ করা হয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

জানা গেছে, এই কদিন বিভিন্ন স্টেশনে মোতায়েন থাকবে রেল পুলিশের কর্মীরা। সময় ভাগ করে দায়িত্ব দেওয়া হচ্ছে তাঁদের। নির্দিষ্ট দিনে যাতে কোনও রকম নাশকতামূলক ঘটনা কলকাতা মেট্রোতে না ঘটে–  সেই কারণে এই ব্যবস্থা রাখা হয়েছে। তৈরি থাকছে বেশ কয়েকটি কুইক রেসপন্স টিম। বিপদ বুঝলেই সতর্ক হওয়া সম্ভব হয়। তার জন্য প্রতিটি টিমে থাকবেন ৫ থেকে ৬ জন করে নিরাপত্তাকর্মী। মহিলা এবং শিশু যাত্রীদের জন্য নিরাপত্তার, কথা মাথায় রেখে বিশেষ মহিলা সিকিউরিটি টিম তৈরি করা হয়েছে। তাঁরাও স্টেশনগুলিতে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: বিশ্বের প্রথম কোভিড-১৯-এর ন্যাজাল ভ্যাকসিন বাজারে আসছে ২৬ জানুয়ারি

প্রতিটি স্টেশনে স্নিফার ডগ প্রস্তুত রাখা হচ্ছে। নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চায় না কর্তৃপক্ষ। একইসঙ্গে মেট্রোর যে সমস্ত সম্পত্তি রয়েছে সেগুলোর যাতে ক্ষতি না হয় তার জন্য পর্যাপ্ত নজরদারি রাখা হচ্ছে কলকাতা মেট্রোরেলের পক্ষ থেকে। মেট্রোতে যে সমস্ত ইলেকট্রিক ইনস্টলেশন রয়েছে সেগুলিতে বাড়তি নিরাপত্তা রাখা হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ কলকাতা রেল লাইনের ওপর বিশেষ নজরদারি রাখছে। পরিষেবা শুরু হওয়ার আগে এবং পরিষেবা শেষ হওয়ার পর রাখা হবে নজরদারি। মেট্রোরেলের প্রতিটি কারসেডেও নজর রাখা হবে।

আরও পড়ুন: ২৬ জানুয়ারির আগে মাও হামলার আশঙ্কা, রাজ্যকে সতর্ক করল আইবি

এ বিষয়ে কলকাতা মেট্রোরেলের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রতু্যষ ঘোষ জানিয়েছেন– নাশকতামূলক কার্যকলাপ যাতে কলকাতা মেট্রোতে না ঘটে এবং তা রুখতে সম্পূর্ণ প্রস্তুত থাকছেন তাঁরা। ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে প্রতিটি স্টেশনে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২৬ শে জানুয়ারিকে সামনে রেখে বাড়ানো হল কলকাতা মেট্রোর নিরাপত্তা

আপডেট : ২৪ জানুয়ারী ২০২২, সোমবার

পুবের কলম প্রতিবেদকঃ ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কথা মাথায় রেখে কলকাতা মেট্রোর নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হল। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগে থেকেই এই নিরাপত্তা বাড়ানো হল। মেট্রোরেলের পক্ষ থেকে প্রায় সাড়ে আটশো রেলপুলিশের কর্মী মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও কলকাতা মেট্রোর যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক পদক্ষেপ করা হয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

জানা গেছে, এই কদিন বিভিন্ন স্টেশনে মোতায়েন থাকবে রেল পুলিশের কর্মীরা। সময় ভাগ করে দায়িত্ব দেওয়া হচ্ছে তাঁদের। নির্দিষ্ট দিনে যাতে কোনও রকম নাশকতামূলক ঘটনা কলকাতা মেট্রোতে না ঘটে–  সেই কারণে এই ব্যবস্থা রাখা হয়েছে। তৈরি থাকছে বেশ কয়েকটি কুইক রেসপন্স টিম। বিপদ বুঝলেই সতর্ক হওয়া সম্ভব হয়। তার জন্য প্রতিটি টিমে থাকবেন ৫ থেকে ৬ জন করে নিরাপত্তাকর্মী। মহিলা এবং শিশু যাত্রীদের জন্য নিরাপত্তার, কথা মাথায় রেখে বিশেষ মহিলা সিকিউরিটি টিম তৈরি করা হয়েছে। তাঁরাও স্টেশনগুলিতে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: বিশ্বের প্রথম কোভিড-১৯-এর ন্যাজাল ভ্যাকসিন বাজারে আসছে ২৬ জানুয়ারি

প্রতিটি স্টেশনে স্নিফার ডগ প্রস্তুত রাখা হচ্ছে। নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চায় না কর্তৃপক্ষ। একইসঙ্গে মেট্রোর যে সমস্ত সম্পত্তি রয়েছে সেগুলোর যাতে ক্ষতি না হয় তার জন্য পর্যাপ্ত নজরদারি রাখা হচ্ছে কলকাতা মেট্রোরেলের পক্ষ থেকে। মেট্রোতে যে সমস্ত ইলেকট্রিক ইনস্টলেশন রয়েছে সেগুলিতে বাড়তি নিরাপত্তা রাখা হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ কলকাতা রেল লাইনের ওপর বিশেষ নজরদারি রাখছে। পরিষেবা শুরু হওয়ার আগে এবং পরিষেবা শেষ হওয়ার পর রাখা হবে নজরদারি। মেট্রোরেলের প্রতিটি কারসেডেও নজর রাখা হবে।

আরও পড়ুন: ২৬ জানুয়ারির আগে মাও হামলার আশঙ্কা, রাজ্যকে সতর্ক করল আইবি

এ বিষয়ে কলকাতা মেট্রোরেলের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রতু্যষ ঘোষ জানিয়েছেন– নাশকতামূলক কার্যকলাপ যাতে কলকাতা মেট্রোতে না ঘটে এবং তা রুখতে সম্পূর্ণ প্রস্তুত থাকছেন তাঁরা। ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে প্রতিটি স্টেশনে।