ঈদ উপলক্ষে হাওড়াজুড়ে নিরাপত্তা জোরদার পুলিশের, চলছে বাইকে টহল

- আপডেট : ২১ এপ্রিল ২০২৩, শুক্রবার
- / 74
আইভি আদক, হাওড়া: ঈদ উপলক্ষে নিরাপত্তা সুনিশ্চিত করতে হাওড়া শহরের প্রতিটি থানা এলাকায় হাওড়া সিটি পুলিশের তরফ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আইনশৃঙ্খলা সুষ্ঠু রাখতে ও এক প্রাণবন্ত ঈদ শহরবাসীকে উপহার দিতে হাওড়ার সিটি পুলিশ কমিশনারের নির্দেশানুসারে হাওড়া সিটি পুলিশের প্রতিটি থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা তাদের নিজ নিজ থানা এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশের মোটর সাইকেল নিয়ে টহল দেওয়া শুরু করেছেন।
বিভিন্ন থানার অলিগলিতে, নির্জন জায়গায় দাঁড়িয়ে পুলিশ বাহিনী ওই এলাকার পরিবেশ পরিস্থিতি খতিয়ে দেখছেন। এছাড়া এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বিভিন্ন রকম তথ্য আদান প্রদান করে এলাকাজুড়ে নেটওয়ার্ক তৈরি করে নিরাপত্তা দিতে উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিটি থানার তরফ থেকেই। রাস্তায় রাস্তায় পুলিশের এই মোটর সাইকেল বাহিনী কড়া নজরদারি চালাচ্ছে।
হাওড়া শহরের বিভিন্ন থানার পাশাপাশি কড়া নজরদারি রাখা হয়েছে শিবপুর থানা এলাকাতেও। ইতিমধ্যেই র্যাফ নামিয়ে রুট মার্চ চালানো হয়েছে পুলিসের তরফে। ড্রোনের সাহায্যেও চলছে নজরদারি। হাওড়া সিটি পুলিশের সেন্ট্রাল জোনের শীর্ষ কর্তারা, শিবপুর থানার আইসি সহ অন্যান্য কর্তারা পুরো নিরাপত্তার বিষয়টি তত্ত্বাবধান করছেন।