০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সার্বিয়া-কসোভো ইস্যুতে, হস্তক্ষেপে তৈরি ন্যাটো

ইমামা খাতুন
  • আপডেট : ১৮ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার
  • / 54

হাইলাইটসঃ পরিস্থিতির উন্নতি হয়েছে। আবার যাতে উত্তেজনা না ছড়ায় সেজন্য সব পক্ষকে, বিশেষ করে বেলগ্রেড ও প্রিস্টিনাকে দায়িত্ব নিতে হবে।’- ন্যাটো প্রধান 

 

আরও পড়ুন: ন্যাটো সদস্যরা খরচ না করলে আমেরিকা সুরক্ষা দেবে না: ট্রাম্প

পুবের কলম ওয়েব ডেস্কঃ সার্বিয়া ও কসোভোর মধ্যে উত্তেজনা প্রশমনে হস্তক্ষেপ করতে প্রস্তুত ন্যাটোর শান্তিরক্ষা মিশন। মূলত এই দুই দেশের  স্থিতিশীলতা ঝুঁকিতে পড়লে তবেই হস্তক্ষেপ করবে ন্যাটো। বুধবার এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচের সঙ্গে কসোভোর উত্তেজনা নিয়ে আলোচনার পর তিনি এমনটাই জানিয়েছেন।

আরও পড়ুন: কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকায় ফেরাতে সওয়াল মীরওয়াইজের

 

আরও পড়ুন: ইউক্রেন ন্যাটোর সদস্য হবেই, যুদ্ধের আবহে দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

ব্রাসেলসে সংবাদ সম্মেলনে ন্যাটো মহাসচিব বলেন, ‘পরিস্থিতির উন্নতি হয়েছে। আবার যাতে উত্তেজনা না ছড়ায় সেজন্য সব পক্ষকে, বিশেষ করে বেলগ্রেড ও প্রিস্টিনাকে দায়িত্ব নিতে হবে।’ জেন্স স্টোলটেনবার্গ বলেন, ‘আমি সব পক্ষকে ধৈর্য্য ও সহিংসতা এড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।

 

ন্যাটো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমাদের শান্তিরক্ষা মিশন রাষ্ট্রসংঘের ম্যান্ডেটের প্রতি মনোযোগী। যদি স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়ে তবে আমরা হস্তক্ষেপের জন্য প্রস্তুত।’ এদিকে, বৃহস্পতিবার সার্বিয়া ও কসোভোর মধ্যে ইইউয়ের মধ্যস্থতায় উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন হয়েছে।

 

সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতেই এই বৈঠকের আয়োজন। ব্রাসেলসে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি ও সার্ব নেতা ভুচিচের মুখোমুখি বৈঠকের কথা রয়েছে। তবে এই বৈঠক থেকে দুই দেশের মধ্যে সমঝোতার সম্ভাবনা বেশ কম। পশ্চিমা দেশগুলি অবশ্য বলছে, এই বৈঠক থেকে দুই দেশের মধ্যে কিছুটা হলেও উত্তেজনা কমবে, অন্তত একে অপরকে যুদ্ধের হুমকি দেওয়া বন্ধ করবে উভয় দেশ।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সার্বিয়া-কসোভো ইস্যুতে, হস্তক্ষেপে তৈরি ন্যাটো

আপডেট : ১৮ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার

হাইলাইটসঃ পরিস্থিতির উন্নতি হয়েছে। আবার যাতে উত্তেজনা না ছড়ায় সেজন্য সব পক্ষকে, বিশেষ করে বেলগ্রেড ও প্রিস্টিনাকে দায়িত্ব নিতে হবে।’- ন্যাটো প্রধান 

 

আরও পড়ুন: ন্যাটো সদস্যরা খরচ না করলে আমেরিকা সুরক্ষা দেবে না: ট্রাম্প

পুবের কলম ওয়েব ডেস্কঃ সার্বিয়া ও কসোভোর মধ্যে উত্তেজনা প্রশমনে হস্তক্ষেপ করতে প্রস্তুত ন্যাটোর শান্তিরক্ষা মিশন। মূলত এই দুই দেশের  স্থিতিশীলতা ঝুঁকিতে পড়লে তবেই হস্তক্ষেপ করবে ন্যাটো। বুধবার এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচের সঙ্গে কসোভোর উত্তেজনা নিয়ে আলোচনার পর তিনি এমনটাই জানিয়েছেন।

আরও পড়ুন: কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকায় ফেরাতে সওয়াল মীরওয়াইজের

 

আরও পড়ুন: ইউক্রেন ন্যাটোর সদস্য হবেই, যুদ্ধের আবহে দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

ব্রাসেলসে সংবাদ সম্মেলনে ন্যাটো মহাসচিব বলেন, ‘পরিস্থিতির উন্নতি হয়েছে। আবার যাতে উত্তেজনা না ছড়ায় সেজন্য সব পক্ষকে, বিশেষ করে বেলগ্রেড ও প্রিস্টিনাকে দায়িত্ব নিতে হবে।’ জেন্স স্টোলটেনবার্গ বলেন, ‘আমি সব পক্ষকে ধৈর্য্য ও সহিংসতা এড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।

 

ন্যাটো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমাদের শান্তিরক্ষা মিশন রাষ্ট্রসংঘের ম্যান্ডেটের প্রতি মনোযোগী। যদি স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়ে তবে আমরা হস্তক্ষেপের জন্য প্রস্তুত।’ এদিকে, বৃহস্পতিবার সার্বিয়া ও কসোভোর মধ্যে ইইউয়ের মধ্যস্থতায় উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন হয়েছে।

 

সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতেই এই বৈঠকের আয়োজন। ব্রাসেলসে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি ও সার্ব নেতা ভুচিচের মুখোমুখি বৈঠকের কথা রয়েছে। তবে এই বৈঠক থেকে দুই দেশের মধ্যে সমঝোতার সম্ভাবনা বেশ কম। পশ্চিমা দেশগুলি অবশ্য বলছে, এই বৈঠক থেকে দুই দেশের মধ্যে কিছুটা হলেও উত্তেজনা কমবে, অন্তত একে অপরকে যুদ্ধের হুমকি দেওয়া বন্ধ করবে উভয় দেশ।