ত্রিপুরায় দেড় বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুন, ধান খেতে মিলল শিশুর নিথর দেহ

- আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, সোমবার
- / 78
পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপি শাসিত ত্রিপুরায় লালসার শিকার দেড় বছরের শিশু। ১৪ মাস বয়সি এক শিশু কন্যাকে ধর্ষণ করে নৃশংস ভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরার পানিসাগর এলাকায়। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অসমের নীলামবাজার থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, শিশুটির মায়ের কাছ থেকে শিশুটিকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে নিয়ে যায় প্রতিবেশী এক ব্যক্তি। বেশ কিছুক্ষন পেরিয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়ে শিশুটির বাবা-মা। তারপরই শিশুর খোঁজ করা শুরু করেন পরিবারের লোকজন।
পানিসাগর থানার পুলিশ আধিকারিক সুমন্ত ভট্টাচার্য বলেন, ধর্ষণের পর শিশুটিকে হত্যা করে এলাকার একটি ধানক্ষেতে পুঁতে ফেলা হয়। ধানক্ষেত থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পরে তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে সোমবার আদালতে পেশ করা হবে।