১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
বারুইপুরের টংতলা আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক

আফিয়া নৌশিন
- আপডেট : ১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার
- / 6
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর : আবার বড়সড়ো সাফল্য পেল বারুইপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে বারুইপুর থানার পুলিশ টংতলা এলাকা থেকে অস্ত্রসহ এক জন কে গ্রেফতার করে। ধৃতের নাম আমানুল্লাহ মন্ডল ওরফে কালো। পুলিশ সূত্রে জানা যায় সোমবার রাতে রুটিন ডিউটি চলার সময় পুলিশের কাছে খবর যায় যে টংতলা এলাকায় এক সন্দেহজনক ব্যক্তি অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে। তার কথায় অসংগতি থাকায় তাকে আটক করে এবং তাকে তল্লাশিতে এটি ওয়ান শাটার বন্ধুক ও একটি তাজা কার্তুজ উদ্ধার হয়। পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশের অনুমান ধৃত ব্যক্তি কোন অপরাধমূলক কাজের সাথে যুক্ত। তবে সে একা ছিল না আর কেউ এই চক্রের সঙ্গে জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ।ধৃতকে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ নিজের হেফাজতে নিয়ে তদন্ত চালাতে চায়।