০৩ জানুয়ারী ২০২৬, শনিবার, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এক বগি-দুই ইঞ্জিন, এই নতুন সাজেই ময়দানের জয় রাইডে টিকে থাকছে ট্রাম

পুবের কলম প্রতিবেদক : কলকাতায় ট্রামের অস্তিত্ব নিয়ে চলছে নানান জল্পনা। দূষণহীন এই যানটি শহরে থেকে যাবে না উঠে যাবে– তার নিস্পত্তি এখনো হয়নি। বর্তমানে শুধুমাত্র গড়িয়াহাট থেকে ধর্মতলা এবং শ্যামবাজার থেকে ধর্মতলা- এই দুটো রুটেই ট্রাম চলাচল করে। গতির সঙ্গে পাল্লা দিতে না পারায় কলকাতার মানচিত্র থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছে ট্রাম।তবে শুধু তার স্মৃতিটুকু রেখে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে জয় রাইডের মাধ্যমে। আর এই জয় রাইডের জন্য ট্রামকে নতুন রূপ দেওয়া হচ্ছে নোনাপুকুর ট্রাম ডিপোতে।

নতুন সাজে ট্রামের সাইজ কমছে। থাকতে একটি মাত্র বগি। কোন এসি থাকছে না। ট্রামের সামনে এবং পেছনে দুটি ইঞ্জিন থাকছে। মানে ট্রাম হচ্ছে ডাবল ইঞ্জিন। যাতে ট্রাম আর ঘোরানোর প্রয়োজন না হয়। যাওয়ার সময় একটি ইঞ্জিন এবং ফেরার সময় অন্য ইঞ্জিনটি কাজ করে। জয় রাইড এর নির্দিষ্ট এই ট্রামটি কেবল এস্প্লানেড থেকে ময়দান হয়ে ভিক্টরিয়া রুটে চলবে।

আরও পড়ুন: Heat wave পশ্চিমাঞ্চলের ৬ জেলায়, আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস?

উল্লেখ্য, আগে হাওড়ার শিবপুরে ৪০ নম্বর রুটে এই ধরনের ডাবল ইঞ্জিন ট্রাম চলতো। নতুন সাজের এই ট্রাম হেরিটেজ স্মৃতি হয়ে থাকবে। যেখানে ট্রামে চড়ার আনন্দ আর আবেগ দুই থাকবে। অথচ রাস্তায় যানজটের আসন্তোষ থাকবে না।

আরও পড়ুন: স্বস্তি দিতে আসছে বৃষ্টি, দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর।Weather Update

আরও পড়ুন: মালদা ও মুর্শিদাবাদে নদীভাঙন রোধে মাস্টার প্ল্যান তৈরি করছে রাজ্য সরকার
সর্বধিক পাঠিত

দেশীয় বাজারে এখনও ২.৮৩ কোটি ২০০০ টাকার নোট, জানাল আরবিআই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এক বগি-দুই ইঞ্জিন, এই নতুন সাজেই ময়দানের জয় রাইডে টিকে থাকছে ট্রাম

আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক : কলকাতায় ট্রামের অস্তিত্ব নিয়ে চলছে নানান জল্পনা। দূষণহীন এই যানটি শহরে থেকে যাবে না উঠে যাবে– তার নিস্পত্তি এখনো হয়নি। বর্তমানে শুধুমাত্র গড়িয়াহাট থেকে ধর্মতলা এবং শ্যামবাজার থেকে ধর্মতলা- এই দুটো রুটেই ট্রাম চলাচল করে। গতির সঙ্গে পাল্লা দিতে না পারায় কলকাতার মানচিত্র থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছে ট্রাম।তবে শুধু তার স্মৃতিটুকু রেখে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে জয় রাইডের মাধ্যমে। আর এই জয় রাইডের জন্য ট্রামকে নতুন রূপ দেওয়া হচ্ছে নোনাপুকুর ট্রাম ডিপোতে।

নতুন সাজে ট্রামের সাইজ কমছে। থাকতে একটি মাত্র বগি। কোন এসি থাকছে না। ট্রামের সামনে এবং পেছনে দুটি ইঞ্জিন থাকছে। মানে ট্রাম হচ্ছে ডাবল ইঞ্জিন। যাতে ট্রাম আর ঘোরানোর প্রয়োজন না হয়। যাওয়ার সময় একটি ইঞ্জিন এবং ফেরার সময় অন্য ইঞ্জিনটি কাজ করে। জয় রাইড এর নির্দিষ্ট এই ট্রামটি কেবল এস্প্লানেড থেকে ময়দান হয়ে ভিক্টরিয়া রুটে চলবে।

আরও পড়ুন: Heat wave পশ্চিমাঞ্চলের ৬ জেলায়, আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস?

উল্লেখ্য, আগে হাওড়ার শিবপুরে ৪০ নম্বর রুটে এই ধরনের ডাবল ইঞ্জিন ট্রাম চলতো। নতুন সাজের এই ট্রাম হেরিটেজ স্মৃতি হয়ে থাকবে। যেখানে ট্রামে চড়ার আনন্দ আর আবেগ দুই থাকবে। অথচ রাস্তায় যানজটের আসন্তোষ থাকবে না।

আরও পড়ুন: স্বস্তি দিতে আসছে বৃষ্টি, দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর।Weather Update

আরও পড়ুন: মালদা ও মুর্শিদাবাদে নদীভাঙন রোধে মাস্টার প্ল্যান তৈরি করছে রাজ্য সরকার