প্রতি চার দম্পতির একজোড়া ওবেসিটির শিকার : রিপোর্ট

- আপডেট : ১৮ জুলাই ২০২৫, শুক্রবার
- / 33
নয়াদিল্লি, ১৮ জুলাই : দেশে প্রতি চারজন দম্পতির মধ্যে দেখা যাচ্ছে, এক দম্পতি হয় মেদবহুলতা অথবা ওবেসিটির শিকার। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আই সি এম আর) সাম্প্রতিক সমীক্ষায় এই তথ্য জেনেছে। দেশের ৫২ হাজার ৭৩৭ জন দম্পতির মধ্যে সমীক্ষা চালায় আইসিএম আর। তাতে দেখা গিয়েছে, শুধু স্বামী নয়, স্ত্রীও একইভাবে মেদবাহুল্যতার শিকার। সমীক্ষা বলছে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, দম্পতিরা না জেনে এমন ভাবে জীবনযাপন করছেন, যার পরিণামে তাঁরা এই মেদবাহুল্যতার শিকার হচ্ছেন। ক্যালোরি বেশি এমন সব খাবারদাবার খাচ্ছেন। বেশি রাতে স্ন্যাকস খাচ্ছেন। অর্থাৎ খাবারদাবারের প্রতি আগ্রহেও স্বামী স্ত্রীর দারুন মিল দেখা গিয়েছে। বেশিরভাগই শহরের বাসিন্দা এবং তরুণ দম্পতি। শতাংশের বিচারে দেশের তরুণ দম্পতিদের ২৭.৪ শতাংশই ওবেসিটির শিকার। এদের মধ্যে অবস্থাপন্নদের ৪৭.৬ শতাংশই ওবেসিটির শিকার। ভৌগোলিক ভাবে দক্ষিণ এবং উত্তর ভারতে এই ধরনের দম্পতির সংখ্যা বেশি। কেরল, জম্মু-কাশ্মীর, মণিপুর, দিল্লি, গোয়া, তামিলনাড়ু এবং পাঞ্জাবে মেদবহুল দম্পতি বেশি, বলছে সমীক্ষা। নিয়মিত যারা ডিম, মাছ, চিকেন এবং ভাজাভুজি খান তাঁদের ওজন বাড়ার সমস্যা বেশি। বিশেষজ্ঞরা বলছেন, কার্বোহাইড্রেট এর প্রাচুর্য এবং সহজলভ্যতার কারণে এই প্রবণতা বাড়ছে। রিপোর্টে বলা হয়েছে, অবিলম্বে এই সমস্যার মোকাবিলা করা না গেলে ভারত নানারকম অসুখের কেন্দ্র হয়ে দাঁড়াবে।