২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘মন্দায় পড়বে বিশ্বের এক-তৃতীয়াংশ দেশ’ আইএমএফ প্রধান

ইমামা খাতুন
  • আপডেট : ২ জানুয়ারী ২০২৩, সোমবার
  • / 119

পুবের কলম ওয়েব ডেস্কঃ চলতি বছরে বিশ্বের অন্তত এক-তৃতীয়াংশ দেশ মন্দায় পড়তে যাচ্ছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান। আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, ‘আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এবং চিনের অর্থনীতি ধীরগতির হওয়ার কারণেই ২০২৩ সাল  অনেক বেশি কঠিন হতে চলেছে।’

 

আরও পড়ুন: অযোধ্যার আকাশে সগর্বে উড়ল ‘ধর্মধ্বজ’, ‘বিশ্ব হয়ে উঠল রামময়’ মন্তব্য প্রধানমন্ত্রীর

বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর অর্থনীতির গতি ধীর হয়ে যাওয়ার কারণ হিসেবে ইউক্রেন যুদ্ধ, দ্রব্যমূল্য বৃদ্ধি, দেশে দেশে  উচ্চসুদহার এবং চিনে করোনা সংক্রমণের উচ্চগতিকে উল্লেখ করেছে  আইএমএফ। ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, ‘আমরা আশঙ্কা করছি, বিশ্বের এক- তৃতীয়াংশ দেশ মন্দার কবলে পড়বে। এমনকি এর বাইরেও যেসব দেশ মন্দায় পড়বে না তারাও মন্দার প্রভাব অনুভব করতে পারবে।’

আরও পড়ুন: উর্দু বিশ্বের সবচেয়ে সুন্দর ভাষা: কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু

 

আরও পড়ুন: ১২ কোটির বেশি লোক হিংসার শিকার হয়ে ঘরছাড়া এ বিশ্বে

শূন্য কোভিড নীতির  কারণে আগে থেকেই প্রায় স্থবির হয়ে থাকা চিনা অর্থনীতি আরও ধীর হয়ে যেতে  পারে। কারণ, দেশটি শূন্য কোভিড নীতি প্রত্যাহারের পর দেশটিতে করোনা  সংক্রমণের হার আরও বাড়তে শুরু করেছে। তাই ক্রিস্টালিনা জর্জিয়েভা সতর্ক  করেছেন, চিনের জন্য ২০২৩ সাল শুরু থেকেই খুবই কঠিন হতে যাচ্ছে।

 

আইএমএফ প্রধান বলেছেন, ‘আগামী কয়েক মাস চিনের জন্য খুবই কঠিন হবে  এবং চিনা প্রবৃদ্ধির ওপর এর প্রভাব হবে নেতিবাচক। আর চিনের এই অবস্থা  সামগ্রিকভাবে এই অঞ্চলের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং একইভাবে  আন্তর্জাতিক প্রবৃদ্ধির ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে।’

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘মন্দায় পড়বে বিশ্বের এক-তৃতীয়াংশ দেশ’ আইএমএফ প্রধান

আপডেট : ২ জানুয়ারী ২০২৩, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ চলতি বছরে বিশ্বের অন্তত এক-তৃতীয়াংশ দেশ মন্দায় পড়তে যাচ্ছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান। আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, ‘আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এবং চিনের অর্থনীতি ধীরগতির হওয়ার কারণেই ২০২৩ সাল  অনেক বেশি কঠিন হতে চলেছে।’

 

আরও পড়ুন: অযোধ্যার আকাশে সগর্বে উড়ল ‘ধর্মধ্বজ’, ‘বিশ্ব হয়ে উঠল রামময়’ মন্তব্য প্রধানমন্ত্রীর

বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর অর্থনীতির গতি ধীর হয়ে যাওয়ার কারণ হিসেবে ইউক্রেন যুদ্ধ, দ্রব্যমূল্য বৃদ্ধি, দেশে দেশে  উচ্চসুদহার এবং চিনে করোনা সংক্রমণের উচ্চগতিকে উল্লেখ করেছে  আইএমএফ। ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, ‘আমরা আশঙ্কা করছি, বিশ্বের এক- তৃতীয়াংশ দেশ মন্দার কবলে পড়বে। এমনকি এর বাইরেও যেসব দেশ মন্দায় পড়বে না তারাও মন্দার প্রভাব অনুভব করতে পারবে।’

আরও পড়ুন: উর্দু বিশ্বের সবচেয়ে সুন্দর ভাষা: কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু

 

আরও পড়ুন: ১২ কোটির বেশি লোক হিংসার শিকার হয়ে ঘরছাড়া এ বিশ্বে

শূন্য কোভিড নীতির  কারণে আগে থেকেই প্রায় স্থবির হয়ে থাকা চিনা অর্থনীতি আরও ধীর হয়ে যেতে  পারে। কারণ, দেশটি শূন্য কোভিড নীতি প্রত্যাহারের পর দেশটিতে করোনা  সংক্রমণের হার আরও বাড়তে শুরু করেছে। তাই ক্রিস্টালিনা জর্জিয়েভা সতর্ক  করেছেন, চিনের জন্য ২০২৩ সাল শুরু থেকেই খুবই কঠিন হতে যাচ্ছে।

 

আইএমএফ প্রধান বলেছেন, ‘আগামী কয়েক মাস চিনের জন্য খুবই কঠিন হবে  এবং চিনা প্রবৃদ্ধির ওপর এর প্রভাব হবে নেতিবাচক। আর চিনের এই অবস্থা  সামগ্রিকভাবে এই অঞ্চলের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং একইভাবে  আন্তর্জাতিক প্রবৃদ্ধির ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে।’