২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

খাবারে পেঁয়াজ পরিবেশন ঘিরে ধাবা ভাঙচুর কাঁওয়ার যাত্রীদের

সুস্মিতা
  • আপডেট : ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
  • / 138

পুবের কলম ওয়েবডেস্ক: খাবারে পেঁয়াজ পরিবেশন করা হয়েছে এই অভিযোগকে কেন্দ্র করে সোমবার রাতে উত্তরপ্রদেশের মুজফফরনগরের দিল্লি-হরিদ্বার জাতীয় সড়কে এক ধাবায় ভাঙচুর চালালেন একদল কাঁওয়ার যাত্রী। ঘটনাটি ঘটেছে ফালাউদা বাইপাস সংলগ্ন এলাকায়, পুরকাজি থানার অন্তর্গত অঞ্চলে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ২০ জন কাঁওয়ার যাত্রী ধাবার খাবারে পেঁয়াজ পরিবেশন করা হয়েছে জেনে ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ধাবার আসবাবপত্রে ভাঙচুর চালান। ঘটনার পরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ জানিয়েছে,এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি, ফলে মামলা দায়েরও হয়নি।

জেলা পুলিশ সুপার সত্যনারায়ণ প্রজাপতি জানান, “ঘটনাস্থলে পুলিশ পৌঁছে কাঁওয়ার যাত্রীদের শান্ত করে। পরবর্তীতে তারা নিজেদের যাত্রা পুনরায় শুরু করেন।” ঘটনার প্রেক্ষিতে, মঙ্গলবার মিরাটে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মুখ্য সচিব মনোজ কুমার সিং কড়া বার্তা দিয়েছেন।

তিনি নির্দেশ দিয়েছেন, “কাঁওয়ার যাত্রাপথে স্থাপিত ক্যাম্পগুলিতে যেন কোনও বহিরাগত প্রবেশ না করতে পারে, তা নিশ্চিত করতে হবে।”তিনি আরও জানান, যাত্রাপথে পানীয় জল, স্বাস্থ্যপরিষেবা, শৌচাগার, ও রাস্তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট দফতরগুলিকে সক্রিয় থাকতে হবে। দুর্ঘটনা রোধে বৈদ্যুতিক খুঁটি ঢেকে দেওয়া, ট্রান্সফরমারের চারপাশে ব্যারিকেড তৈরি করার নির্দেশও দেওয়া হয়েছে। খাদ্য নিরাপত্তা বজায় রাখতে রেস্তোরাঁ ও ধাবাগুলিতে খাবারের গুণমান পরীক্ষা করতে খাদ্য দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: I love Muhammad’ ব্যানারকে অপরাধ হিসেবে গণ্য করা অসাংবিধানিক: জামায়াতে ইসলামি হিন্দ

যদিও পেঁয়াজ পরিবেশনকে ‘খাদ্য বিষক্রিয়া’ হিসেবে গণ্য করা যায় কিনা, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।এছাড়াও, ডিজে ব্যবস্থার উচ্চতা সীমা, অশ্লীল গানের নিষেধাজ্ঞা, সাপের কামড়ের প্রাথমিক চিকিৎসা এবং যাত্রীদের পরিচয়পত্র বহনের বিষয়েও কড়াকড়ি নির্দেশ আরোপ করা হয়েছে।

আরও পড়ুন: উত্তরপ্রদেশের যুবক সনুকে ছয় মাস পর পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

উত্তরপ্রদেশ পুলিশের ডিজি রাজীব কৃষ্ণ জানান, “কাঁওয়ার যাত্রা চলাকালীন কোনও রকম বিশৃঙ্খলা বা গুজব যেন না ছড়ায়, সে বিষয়ে পুলিশকে সজাগ থাকতে হবে। অপরাধীদের উপর নজর রাখতে হবে এবং প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।”

আরও পড়ুন: একমাত্র আয়ের উৎস ট্যাক্সি বিক্রি করে অচেনা মেয়ের প্রাণ বাঁচিয়েছিলেন চালক, তারপর কি হল?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

খাবারে পেঁয়াজ পরিবেশন ঘিরে ধাবা ভাঙচুর কাঁওয়ার যাত্রীদের

আপডেট : ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: খাবারে পেঁয়াজ পরিবেশন করা হয়েছে এই অভিযোগকে কেন্দ্র করে সোমবার রাতে উত্তরপ্রদেশের মুজফফরনগরের দিল্লি-হরিদ্বার জাতীয় সড়কে এক ধাবায় ভাঙচুর চালালেন একদল কাঁওয়ার যাত্রী। ঘটনাটি ঘটেছে ফালাউদা বাইপাস সংলগ্ন এলাকায়, পুরকাজি থানার অন্তর্গত অঞ্চলে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ২০ জন কাঁওয়ার যাত্রী ধাবার খাবারে পেঁয়াজ পরিবেশন করা হয়েছে জেনে ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ধাবার আসবাবপত্রে ভাঙচুর চালান। ঘটনার পরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ জানিয়েছে,এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি, ফলে মামলা দায়েরও হয়নি।

জেলা পুলিশ সুপার সত্যনারায়ণ প্রজাপতি জানান, “ঘটনাস্থলে পুলিশ পৌঁছে কাঁওয়ার যাত্রীদের শান্ত করে। পরবর্তীতে তারা নিজেদের যাত্রা পুনরায় শুরু করেন।” ঘটনার প্রেক্ষিতে, মঙ্গলবার মিরাটে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মুখ্য সচিব মনোজ কুমার সিং কড়া বার্তা দিয়েছেন।

তিনি নির্দেশ দিয়েছেন, “কাঁওয়ার যাত্রাপথে স্থাপিত ক্যাম্পগুলিতে যেন কোনও বহিরাগত প্রবেশ না করতে পারে, তা নিশ্চিত করতে হবে।”তিনি আরও জানান, যাত্রাপথে পানীয় জল, স্বাস্থ্যপরিষেবা, শৌচাগার, ও রাস্তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট দফতরগুলিকে সক্রিয় থাকতে হবে। দুর্ঘটনা রোধে বৈদ্যুতিক খুঁটি ঢেকে দেওয়া, ট্রান্সফরমারের চারপাশে ব্যারিকেড তৈরি করার নির্দেশও দেওয়া হয়েছে। খাদ্য নিরাপত্তা বজায় রাখতে রেস্তোরাঁ ও ধাবাগুলিতে খাবারের গুণমান পরীক্ষা করতে খাদ্য দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: I love Muhammad’ ব্যানারকে অপরাধ হিসেবে গণ্য করা অসাংবিধানিক: জামায়াতে ইসলামি হিন্দ

যদিও পেঁয়াজ পরিবেশনকে ‘খাদ্য বিষক্রিয়া’ হিসেবে গণ্য করা যায় কিনা, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।এছাড়াও, ডিজে ব্যবস্থার উচ্চতা সীমা, অশ্লীল গানের নিষেধাজ্ঞা, সাপের কামড়ের প্রাথমিক চিকিৎসা এবং যাত্রীদের পরিচয়পত্র বহনের বিষয়েও কড়াকড়ি নির্দেশ আরোপ করা হয়েছে।

আরও পড়ুন: উত্তরপ্রদেশের যুবক সনুকে ছয় মাস পর পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

উত্তরপ্রদেশ পুলিশের ডিজি রাজীব কৃষ্ণ জানান, “কাঁওয়ার যাত্রা চলাকালীন কোনও রকম বিশৃঙ্খলা বা গুজব যেন না ছড়ায়, সে বিষয়ে পুলিশকে সজাগ থাকতে হবে। অপরাধীদের উপর নজর রাখতে হবে এবং প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।”

আরও পড়ুন: একমাত্র আয়ের উৎস ট্যাক্সি বিক্রি করে অচেনা মেয়ের প্রাণ বাঁচিয়েছিলেন চালক, তারপর কি হল?