চালু হল অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ প্রক্রিয়া
- আপডেট : ৮ নভেম্বর ২০২৫, শনিবার
- / 134
পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলায় শুরু হয়েছে এসআইআর। ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি ফর্ম বিতরণ শুরু করেছে বিএলওরা। ইতিমধ্যেই তিন কোটির বেশি ফর্ম বিলি করেছে কমিশন। অবশেষে চালু হল অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ প্রক্রিয়া। শুক্রবার মধ্যরাতেই ওয়েবসাইট চালু করেছে কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, https://voters.eci.gov.in এই ওয়েবসাইট খুলে ফর্ম পাবেন ভোটাররা। এছাড়া ২০০২-এর এসআইআর-এর তালিকায় নিজের বা বাবা-মায়ের নাম আছে কি না, সেটাও দেখা যাবে ওই ওয়েবসাইট থেকেই। অনলাইনের ক্ষেত্রে ‘ডিজিটাল স্বাক্ষর’ করেই ফর্ম পূরণ করতে হবে। উল্লেখ্য, মঙ্গলবার থেকেই অনলাইনে এনুমারেশন ফর্ম দেওয়ার প্রক্রিয়া চালু হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে তা সম্ভব হয়নি। অবশেষে জটিলতা কাটিয়ে চালু হল অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণের প্রক্রিয়া।
এদিকে কর্মসূত্রে যাঁরা বাইরে থাকেন, তাঁদের কাছে অনলাইন প্রক্রিয়াই ভরসা। তাঁদের কথা মাথায় রেখেই নতুন ওয়েবসাইট চালু করেছে কমিশন। তবে এ ক্ষেত্রে এপিক নম্বরের সঙ্গে মোবাইল নম্বরের লিংক থাকতে হবে, তাহলেই অনলাইনে ফর্ম পূরণ করা যাবে।















































