০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আল্লাহর সামনে খুলে বলুন মনের সব কথা

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, শুক্রবার
  • / 38

আরিফ আজাদ: সূরা আল কাহাফে বেশ অনেকগুলো ঘটনার পরম্পরা আমরা দেখতে পাই। তবে হযরত মুসা আ.-এর মতো প্রসিদ্ধ নবী এবং খিযির আ.-এর মতো প্রসিদ্ধ ব্যক্তির ঘটনা এই সূরায় থাকলেও, সূরাটা শুরু হয়েছে কতিপয় যুবকদের দ্বীনে অটল-অবিচল থাকবার ঘটনা দিয়েই।

কোনও এক সুপ্রাচীন সময়ে, একটা অঞ্চলের সবাই যখন তাওহিদের রাস্তা থেকে বিচ্যুত হয়ে পড়ল, যখন তারা আল্লাহকে বাদ দিয়ে হরেক-রকমের উপাস্যকে  ডাকতে শুরু করল, তখনও কিছু যুবক নিজেদের ঈমান-আমলকে সংরক্ষণ করতে সক্ষম হয়। যখন ভ্রান্তির বেড়াজালে আবদ্ধ হয়ে পড়ে গোটা জনপদ, তখনও তারা স্রোতে মিশে না গিয়ে, নিজেদেরকে ধরে রাখতে পেরেছিল একত্ববাদের বলয়ে।

কিন্তু যুবকদলের জন্য ব্যাপারটা মোটেও সহজ ছিল না। তারা জানত, তাদের জন্য  অপেক্ষা করে আছে এক ঘোর বিপদ। তাদের বিশ্বাসের কথা, সঠিক ধর্মে তাদের নিবিষ্ট থাকবার ঘটনা যদি জানাজানি হয়ে যায়, যদি তা জনপদের হর্তাকর্তাদের কানে পৌঁছে, তাহলেই তাদের জীবন সংশয়ে পড়ে যাবে। তাদের নিশ্চিহ্ন করা হবে চিরতরে।

জীবন এবং ঈমান রক্ষার এমন দুর্বোধ্য দো’টানায় পড়ে যুবকদল একত্র হল একটা গুহার মধ্যে। সেখানে তারা আল্লাহর কাছে করজোড়ে দোয়া করল। হৃদয়ের সকল  আকুতি, সকল মিনতি সহকারে তারা আল্লাহকে বলল, ‘হে আমাদের পালনকর্তা!  আপনার অবারিত রহমত থেকে আমাদের রহমত দান করুন, এবং আমাদের কাজটাকে সঠিকভাবে সম্পূর্ণ করে দিন।’(সূরা আল্-কাহাফ, আয়াত: ১০)

যে ঘোরতর বিপদের মুখে তারা দাঁড়িয়ে, সেখান থেকে তাদের বাঁচাবার ক্ষমতা একমাত্র আল্লাহ্ ব্যতীত আর কারও নেই। এই দৃঢ় বিশ্বাস তাদের অন্তরে বদ্ধমূল ছিল বলেই তারা সঠিক সময়ে, সঠিক জায়গায় সাহায্য চেয়ে হাত ওঠাতে পেরেছিল।

চরম দুঃসময়ে, যখন চারদিকে অন্ধকার ছাড়া আর কোনও কিছুই দৃশ্যমান নয়, যখন শত্রুর নিঃশ্বাস একেবারে ঘাড়ের ওপরে, যখন দ্বীনের ওপর অটল থাকাটা জীবন-মরণের প্রশ্ন হয়ে দাঁড়ায়- এমন অবস্থাতেও এক আল্লাহর ওপর ঈমান ধরে  রেখে, দুনিয়ার কারও কাছে ধর্ণা না দিয়ে, কারও মতের সঙ্গে ‘কম্প্রোমাইজ’ না করে কেবলমাত্র আল্লাহর ওপরেই ভরসা রাখতে পারাটা নিঃসন্দেহে খুবই উঁচু  স্তরের তাওয়াক্কুলের পরিচয় বহন করে। তাওয়াক্কুলের এমন স্তরে উন্নীত হতে পেরেছিল বলেই আল্লাহ্তায়ালা তাদের দোয়া কবুল করেছিলেন। তাদেরকে দয়া করেছিলেন এবং হেফাযত করেছিলেন তাদের ঈমান।

তিনি তাদের এক সুদীর্ঘকালের জন্য ঘুম পাড়িয়ে দেন। যখন তাদের ঘুম ভাঙল, তারা অবাক বিস্ময়ে জানতে পারে- যে অত্যাচারী সম্প্রদায়ের হাত থেকে বাঁচতে তারা একদা গুহায় ঢুকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিল, সেই অত্যাচারী সম্প্রদায়  বহু আগেই গত হয়েছে! দুনিয়ায় আর তাদের কোনও চিহ্নই অবশিষ্ট নেই! ঈমান থেকে বিচ্যুত না হওয়ায় একদা যেভাবে তাদের প্রাণনাশের আশংকা দেখা দিয়েছিল, সেই দুঃসময় এক ঝটিকা স্বপ্নের ভেতরেই অন্তর্হিত হয়েছে।

এই যুবকদলের ঘটনা কেনই-বা সূরা কাহাফে আসবে, তা-ও আবার একেবারে শুরুতে? কেন প্রতি জুমা’বারে সূরা কাহাফ তিলাওয়াতের জন্য নবীজি সা. ভীষণভাবে জোর দিয়েছেন?  কারণ যুবকদল এখনও আমাদের জীবনে ভীষণরকম প্রাসঙ্গিক। দ্বীন পালন করতে গিয়ে এখনও আমরা অনেক সমস্যার মুখোমুখি হই। চারপাশের এত এত বক্রতা, এত বিদ্বেষ, এত ভুল-ভ্রান্তির ভেতর মাঝে মাঝে আমরা সত্যিই হাঁপিয়ে উঠি। মনে হয়- এই বুঝি হাল ছেড়ে দিতে হবে! এই বুঝি আর পারলাম না! দ্বীন পালনে এমন বিভিন্ন বাঁধা, বিভিন্ন চ্যালেঞ্জ আমাদের সামনে ঘুরেফিরেই আসে। মাঝে মাঝে আমরা এসবে ভীষণ হতাশ হয়ে পড়ি। তবে হাল ছেড়ে দিলে চলবে না।

কিন্তু, যদি আমরা আসহাবে কাহাফের সেই যুবকদের মতোন একটা গুহা খুঁজে নিতে পারি, যে গুহায় আমরা কাকুতি-মিনতি করে কেবল আল্লাহর কাছে সাহায্য চাইব, যে গুহায় চোখের জলে বুক ভাসিয়ে আল্লাহ্কে বলব, ‘পরওয়ারদেগার!   দ্বীন পালন করতে গিয়ে আজ অনেকের কাছে আমি উপেক্ষিত। তারা আমাকে এড়িয়ে চলে। আপনি তো উত্তম বন্ধু আমাদের। এদের চাইতে উত্তম সঙ্গী আপনি আমাকে জুটিয়ে দিন।’ ‘হে আমার রব! আপনার সন্তুষ্টির তাগিদেই আমি নিজেকে হিজাবে আবৃত করেছি। ওদের অপবাদের দুঃখ আপনি ছাড়া আর কে আছে-  আমার যার সমীপে আমি তুলে ধরব?’ ‘মাবুদ! আপনাকে ভালোবেসে ঘুষের মতো হারাম থেকে নিজেকে দূরে রেখেছি। আজ তারা আমাকে দুর্দশায় ফেলল। কিন্তু, উত্তম বিনিময় তো অবশ্যই আপনার কাছে। আপনিই আমার উত্তম বিনিময়দাতা।’

ভাবছেন, দ্বীনে অটল অবিচল থাকার তাগিদে, আল্লাহর কাছে এভাবে চাইতে হলে  কোন গুহায় গিয়ে ঠাঁই নেবেন, তাই তো? আমি খোঁজ দিচ্ছি। আপনার ঘরের কোণে, যে নিভৃত জায়গাটা আছে, মাঝরাতে সেখানটায় জায়নামাযটা পাতুন, এরপর দাঁড়িয়ে যান আল্লাহর সামনে। খুলে বলুন আপনার মনের সকল বাসনা,  সকল দুঃখ-কষ্ট যা আপনাকে কুরে কুরে খাচ্ছে। আপনার সকল অপ্রাপ্তি, সকল মন খারাপের গল্প তাঁর সঙ্গেই করে ফেলুন। দেখবেন, আসহাবে কাহাফের ওই যুবকদের মতোন তিনি ঠিক-ই আপনার জন্য একটা রাস্তা বের করে দেবেন- যাতে  করে আপনি আপনার সমস্যাকে সবরের সঙ্গে উতরে যেতে পারবেন। ভেঙে পড়বেন না। কেবল, আপনার গুহাটা খুঁজে নিন।

Tag :

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আল্লাহর সামনে খুলে বলুন মনের সব কথা

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, শুক্রবার

আরিফ আজাদ: সূরা আল কাহাফে বেশ অনেকগুলো ঘটনার পরম্পরা আমরা দেখতে পাই। তবে হযরত মুসা আ.-এর মতো প্রসিদ্ধ নবী এবং খিযির আ.-এর মতো প্রসিদ্ধ ব্যক্তির ঘটনা এই সূরায় থাকলেও, সূরাটা শুরু হয়েছে কতিপয় যুবকদের দ্বীনে অটল-অবিচল থাকবার ঘটনা দিয়েই।

কোনও এক সুপ্রাচীন সময়ে, একটা অঞ্চলের সবাই যখন তাওহিদের রাস্তা থেকে বিচ্যুত হয়ে পড়ল, যখন তারা আল্লাহকে বাদ দিয়ে হরেক-রকমের উপাস্যকে  ডাকতে শুরু করল, তখনও কিছু যুবক নিজেদের ঈমান-আমলকে সংরক্ষণ করতে সক্ষম হয়। যখন ভ্রান্তির বেড়াজালে আবদ্ধ হয়ে পড়ে গোটা জনপদ, তখনও তারা স্রোতে মিশে না গিয়ে, নিজেদেরকে ধরে রাখতে পেরেছিল একত্ববাদের বলয়ে।

কিন্তু যুবকদলের জন্য ব্যাপারটা মোটেও সহজ ছিল না। তারা জানত, তাদের জন্য  অপেক্ষা করে আছে এক ঘোর বিপদ। তাদের বিশ্বাসের কথা, সঠিক ধর্মে তাদের নিবিষ্ট থাকবার ঘটনা যদি জানাজানি হয়ে যায়, যদি তা জনপদের হর্তাকর্তাদের কানে পৌঁছে, তাহলেই তাদের জীবন সংশয়ে পড়ে যাবে। তাদের নিশ্চিহ্ন করা হবে চিরতরে।

জীবন এবং ঈমান রক্ষার এমন দুর্বোধ্য দো’টানায় পড়ে যুবকদল একত্র হল একটা গুহার মধ্যে। সেখানে তারা আল্লাহর কাছে করজোড়ে দোয়া করল। হৃদয়ের সকল  আকুতি, সকল মিনতি সহকারে তারা আল্লাহকে বলল, ‘হে আমাদের পালনকর্তা!  আপনার অবারিত রহমত থেকে আমাদের রহমত দান করুন, এবং আমাদের কাজটাকে সঠিকভাবে সম্পূর্ণ করে দিন।’(সূরা আল্-কাহাফ, আয়াত: ১০)

যে ঘোরতর বিপদের মুখে তারা দাঁড়িয়ে, সেখান থেকে তাদের বাঁচাবার ক্ষমতা একমাত্র আল্লাহ্ ব্যতীত আর কারও নেই। এই দৃঢ় বিশ্বাস তাদের অন্তরে বদ্ধমূল ছিল বলেই তারা সঠিক সময়ে, সঠিক জায়গায় সাহায্য চেয়ে হাত ওঠাতে পেরেছিল।

চরম দুঃসময়ে, যখন চারদিকে অন্ধকার ছাড়া আর কোনও কিছুই দৃশ্যমান নয়, যখন শত্রুর নিঃশ্বাস একেবারে ঘাড়ের ওপরে, যখন দ্বীনের ওপর অটল থাকাটা জীবন-মরণের প্রশ্ন হয়ে দাঁড়ায়- এমন অবস্থাতেও এক আল্লাহর ওপর ঈমান ধরে  রেখে, দুনিয়ার কারও কাছে ধর্ণা না দিয়ে, কারও মতের সঙ্গে ‘কম্প্রোমাইজ’ না করে কেবলমাত্র আল্লাহর ওপরেই ভরসা রাখতে পারাটা নিঃসন্দেহে খুবই উঁচু  স্তরের তাওয়াক্কুলের পরিচয় বহন করে। তাওয়াক্কুলের এমন স্তরে উন্নীত হতে পেরেছিল বলেই আল্লাহ্তায়ালা তাদের দোয়া কবুল করেছিলেন। তাদেরকে দয়া করেছিলেন এবং হেফাযত করেছিলেন তাদের ঈমান।

তিনি তাদের এক সুদীর্ঘকালের জন্য ঘুম পাড়িয়ে দেন। যখন তাদের ঘুম ভাঙল, তারা অবাক বিস্ময়ে জানতে পারে- যে অত্যাচারী সম্প্রদায়ের হাত থেকে বাঁচতে তারা একদা গুহায় ঢুকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিল, সেই অত্যাচারী সম্প্রদায়  বহু আগেই গত হয়েছে! দুনিয়ায় আর তাদের কোনও চিহ্নই অবশিষ্ট নেই! ঈমান থেকে বিচ্যুত না হওয়ায় একদা যেভাবে তাদের প্রাণনাশের আশংকা দেখা দিয়েছিল, সেই দুঃসময় এক ঝটিকা স্বপ্নের ভেতরেই অন্তর্হিত হয়েছে।

এই যুবকদলের ঘটনা কেনই-বা সূরা কাহাফে আসবে, তা-ও আবার একেবারে শুরুতে? কেন প্রতি জুমা’বারে সূরা কাহাফ তিলাওয়াতের জন্য নবীজি সা. ভীষণভাবে জোর দিয়েছেন?  কারণ যুবকদল এখনও আমাদের জীবনে ভীষণরকম প্রাসঙ্গিক। দ্বীন পালন করতে গিয়ে এখনও আমরা অনেক সমস্যার মুখোমুখি হই। চারপাশের এত এত বক্রতা, এত বিদ্বেষ, এত ভুল-ভ্রান্তির ভেতর মাঝে মাঝে আমরা সত্যিই হাঁপিয়ে উঠি। মনে হয়- এই বুঝি হাল ছেড়ে দিতে হবে! এই বুঝি আর পারলাম না! দ্বীন পালনে এমন বিভিন্ন বাঁধা, বিভিন্ন চ্যালেঞ্জ আমাদের সামনে ঘুরেফিরেই আসে। মাঝে মাঝে আমরা এসবে ভীষণ হতাশ হয়ে পড়ি। তবে হাল ছেড়ে দিলে চলবে না।

কিন্তু, যদি আমরা আসহাবে কাহাফের সেই যুবকদের মতোন একটা গুহা খুঁজে নিতে পারি, যে গুহায় আমরা কাকুতি-মিনতি করে কেবল আল্লাহর কাছে সাহায্য চাইব, যে গুহায় চোখের জলে বুক ভাসিয়ে আল্লাহ্কে বলব, ‘পরওয়ারদেগার!   দ্বীন পালন করতে গিয়ে আজ অনেকের কাছে আমি উপেক্ষিত। তারা আমাকে এড়িয়ে চলে। আপনি তো উত্তম বন্ধু আমাদের। এদের চাইতে উত্তম সঙ্গী আপনি আমাকে জুটিয়ে দিন।’ ‘হে আমার রব! আপনার সন্তুষ্টির তাগিদেই আমি নিজেকে হিজাবে আবৃত করেছি। ওদের অপবাদের দুঃখ আপনি ছাড়া আর কে আছে-  আমার যার সমীপে আমি তুলে ধরব?’ ‘মাবুদ! আপনাকে ভালোবেসে ঘুষের মতো হারাম থেকে নিজেকে দূরে রেখেছি। আজ তারা আমাকে দুর্দশায় ফেলল। কিন্তু, উত্তম বিনিময় তো অবশ্যই আপনার কাছে। আপনিই আমার উত্তম বিনিময়দাতা।’

ভাবছেন, দ্বীনে অটল অবিচল থাকার তাগিদে, আল্লাহর কাছে এভাবে চাইতে হলে  কোন গুহায় গিয়ে ঠাঁই নেবেন, তাই তো? আমি খোঁজ দিচ্ছি। আপনার ঘরের কোণে, যে নিভৃত জায়গাটা আছে, মাঝরাতে সেখানটায় জায়নামাযটা পাতুন, এরপর দাঁড়িয়ে যান আল্লাহর সামনে। খুলে বলুন আপনার মনের সকল বাসনা,  সকল দুঃখ-কষ্ট যা আপনাকে কুরে কুরে খাচ্ছে। আপনার সকল অপ্রাপ্তি, সকল মন খারাপের গল্প তাঁর সঙ্গেই করে ফেলুন। দেখবেন, আসহাবে কাহাফের ওই যুবকদের মতোন তিনি ঠিক-ই আপনার জন্য একটা রাস্তা বের করে দেবেন- যাতে  করে আপনি আপনার সমস্যাকে সবরের সঙ্গে উতরে যেতে পারবেন। ভেঙে পড়বেন না। কেবল, আপনার গুহাটা খুঁজে নিন।