পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ে বড় বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী
গোটা দেশকে গর্বিত করেছে Operation SINDOOR: রাজনাথ সিং

- আপডেট : ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার
- / 130
পুবের কলম, ওয়েবডেস্ক: পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ে বড় বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারত-পাকিস্তানের সংঘর্ষ বিরতির পর আজ জম্মু-কাশ্মীরে গেলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। সেখানে সেনা জওয়ানদের সঙ্গে কথা বলেন। এদিন তিনি বলেন, “আজ এই প্রতিকূল পরিস্থিতিতে আপনাদের মাঝে আসতে পেরে গর্বিত বোধ করছি। অপারেশন সিঁদুরে (Operation SINDOOR) আপনারা যা করেছেন, তার জন্য গোটা দেশবাসী গর্বিত। আমি ভারতীয় নাগরিক হিসাবে কৃতজ্ঞতা জানাতে চাই।” পহেলগাঁও সন্ত্রাসী হামলার বদলা হিসেবে অপারেশন সিঁদুর চালায় ভারত। সেই প্রসঙ্গে রাজনাথের বক্তব্য, “ওরা ধর্ম দেখে মেরেছে, আমরা কর্ম দেখে মেরেছি”। বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আমি প্রথমেই বীর জওয়ানদের কাছে মাথা নত করছি। তারা জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যে আত্মত্যাগ করেছেন, তাকে শ্রদ্ধা জানাই। একইসঙ্গে পহেলগাঁওয়ের নিহত নিরাপরাধ পর্যটকদেরও শ্রদ্ধা জানাই। আহত জওয়ানদের সাহসিকতাকেও স্যালুট জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।”