অপারেশন সিঁদুর ভারতের সাহসিকতার প্রতীক: মন কি বাতে প্রধানমন্ত্রী

- আপডেট : ২৫ মে ২০২৫, রবিবার
- / 231
পুবের কলম, ওয়েবডেস্ক: মন কি বাতে প্রধানমন্ত্রীর মুখে উঠে এলো অপারেশন সিঁদুরের সাফল্য। ভারতীয় সেনার বীরত্ব অপারেশন সিঁদুর, মেড ইন ইন্ডিয়ার শক্তির পরিচায়ক বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন কি বাতে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সেনা জওয়ানরা বেছে বেছে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছেন। এটা তাঁদের অদম্য সাহসিকতার যেমন প্রমাণ, তেমনি আধুনিক অস্ত্রশস্ত্র, প্রযুক্তি এবং সমরসজ্জার শক্তি। আত্মনির্ভর ভারতের সংকল্পও প্রকাশ্যে এসেছে।” এরপরই জঙ্গিদমন অভিযানে ভারতের সাফল্যের প্রসঙ্গে নমো জানান, “অপারেশন সিঁদুরে ব্যবহৃত বেশিরভাগ অস্ত্রশস্ত্র এই দেশের মাটিতেই তৈরি। আমাদের সেনা, ইঞ্জিনিয়র থেকে টেকনিসিয়ান, অপারেশন সিঁদুরের সাফল্যের নেপথ্যে সকলের ঘাম মিশে আছে।”
গোটা দেশ অপারেশন সিঁদুর নিয়ে একজোট বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কথায়, “অপারেশন সিঁদুর ভারতের সাহসিকতার প্রতীক। যে দক্ষতায় নির্ভুলভাবে ভারতীয় সেনা জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছে সেটা অকল্পনীয়। আজ দেশের অনেক পরিবারই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে নিজেদের পরিবারের অঙ্গ হিসাবে যুক্ত করে নিয়েছেন।”