০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

Operation Sindoor: অপারেশন সিঁদুরের পর এই প্রথমবার প্রকাশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর

ইমামা খাতুন
  • আপডেট : ১২ মে ২০২৫, সোমবার
  • / 490

পুবের কলম, ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর এই প্রথমবার প্রকাশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর। পাকিস্তান ও পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সফল অভিযানের পর এই ভাষণে প্রধানমন্ত্রী কোনও গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে।

অপারেশন সিঁদুরের (Operation Sindoor) সাফল্যের পর মোদির প্রথম ভাষণ। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণের এক ঝলক

আরও পড়ুন: Imran Khan: ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান

⇔ ভারতীয় সেনাকে কুর্নিশ প্রধানমন্ত্রীর ⇔

আরও পড়ুন: Donald Trump-Shehbaz Sharif: শাহবাজ-মুনিরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

 

আরও পড়ুন: একদিন PoK নিজে থেকেই বলবে, ‘আমি ভারতের’ : rajnath singh

⇔ সন্ত্রাসীদের মাটিতে মেশাতে সেনাদের সব ছাড় দিয়েছিলাম।⇔

 

⇔ অপারেশন সিঁদুর ন্যায়ের নিদর্শন। পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জবাব দিতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। অপারেশন সিঁদুর শুধু নাম নয়। এটা প্রতিজ্ঞা। আমাদের মায়েদের সিঁদুর মোছার পরিণাম সারা বিশ্ব দেখেছে। ⇔

 

⇔ দেশের ক্ষমতা সবাই দেখেছে। যখন দেশ একজোট হয়, যখন সবার আগে দেশ আসে, তার ফল মেলে।⇔

 

⇔ সিঁদুর (Operation Sindoor) মোছার কি পরিণাম, এখন সন্ত্রাসীরা ভালোভাবে টের পেয়েছে। এই হামলায় সন্ত্রাসীদের মনোবল ভেঙে গিয়েছে। পাকিস্তানে ওদের ঘর-বাড়ি ভাঙার সঙ্গে সঙ্গে ওদের মনোবল ভেঙে গিয়েছে।⇔

 

⇔ পৃথিবীতে বড় বড় সন্ত্রাসবাদী হামলা একই সুতোয় বাধা। তাই ভারতের হামলায় সন্ত্রাসবাদের ‘হেড কোয়ার্টার’ ভেঙে দেওয়া হয়েছে। পাকিস্তান হতাশ। সন্ত্রাসবাদ দমনে ভারতের সঙ্গ দেওয়ার বদলে ভারতের উপরেই হামলা করল! ⇔

 

⇔ আমাদের স্কুল-কলেজ, সাধারণ নাগরিকের বাড়িঘর, মন্দিরকে নিশানা করল পাকিস্তান। এখানেও ওরা ব্যর্থ হল। দুনিয়া দেখল কী ভাবে পাকিস্তানের ড্রোন, মিশাইল ভারতের কাছে ধুলিসাৎ হল। আকাশেই নষ্ট করে দেওয়া হল।⇔
⇔ জঙ্গিঘাঁটিগুলিতে ঢুকে ১০০-র বেশি কুখ্যাত জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা।⇔
⇔ ‘তিন দিনেই পাকিস্তানকে শেষ করেছি। অভিযান বন্ধ করতে বিশ্বের পায়ে পড়েছে পাকিস্তান। ভারত যে এমন করে প্রত্যাঘাত হানবে তা কল্পনা করতে পারেনি পাকিস্তান। বাধ্য হয়ে সংঘর্ষবিরোধী চুক্তির আর্জি পাকিস্তানের। ⇔
⇔ এখন ওরা বাঁচার রাস্তা খুঁজছে। দেশে দেশে ঘুরছে। খারাপ ভাবে মার খাওয়ার পরে ১০ মে পাকিস্তানি সেনা আমাদের ডিজিএমও-দের দ্বারস্থ হন। তার আগে আমরা পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছি। 
⇔ কোনও ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’ ভারত সহ্য করবে না। আমাদের সেনাবাহিনী সর্বদা সতর্ক। স্থল, জল, আকাশ তিনপথেই আমরা প্রস্তুত। ‘নতুন নর্মাল’ তৈরি করেছে সেনা। ভবিষ্যতে প্রয়োজন হলে আবার জবাব দেওয়া হবে।  ⇔
⇔ স্টেট স্পনসর্ড টেররিজমের বড় উদাহরণ পহেলগাঁও কাণ্ড। প্রত্যেক  যুদ্ধে আমরা পাকিস্তানকে পরাস্ত করেছি। অপারেশন সিঁদুরেও শ্রেষ্ঠতা সিদ্ধি করেছি আমরা। মেড ইন ইন্ডিয়া হাতিয়ারের কাজ প্রমাণ হয়েছে। ⇔
⇔ টেরর আর দেশ একসঙ্গে চলতে পারে না। একইভাবে জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না। আর সন্ত্রাসবাদীদের চোখরাঙানি সহ্য করবে না ভারত। পাকিস্তানকে যদি বাঁচতে হয় ওদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মুল করতে হবে।⇔

⇔ এ বার পাকিস্তানের সঙ্গে কথা হলে সন্ত্রাসবাদ নিয়েই কথা হবে। পাকিস্তানের সঙ্গে কথা হলে এ বার পাক-অধিকৃত কাশ্মীর নিয়েই কথা হবে। আজ বুদ্ধপূর্ণিমা, শান্তির পথও যুদ্ধ দিয়ে হয়। ⇔

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Operation Sindoor: অপারেশন সিঁদুরের পর এই প্রথমবার প্রকাশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর

আপডেট : ১২ মে ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর এই প্রথমবার প্রকাশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর। পাকিস্তান ও পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সফল অভিযানের পর এই ভাষণে প্রধানমন্ত্রী কোনও গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে।

অপারেশন সিঁদুরের (Operation Sindoor) সাফল্যের পর মোদির প্রথম ভাষণ। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণের এক ঝলক

আরও পড়ুন: Imran Khan: ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান

⇔ ভারতীয় সেনাকে কুর্নিশ প্রধানমন্ত্রীর ⇔

আরও পড়ুন: Donald Trump-Shehbaz Sharif: শাহবাজ-মুনিরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

 

আরও পড়ুন: একদিন PoK নিজে থেকেই বলবে, ‘আমি ভারতের’ : rajnath singh

⇔ সন্ত্রাসীদের মাটিতে মেশাতে সেনাদের সব ছাড় দিয়েছিলাম।⇔

 

⇔ অপারেশন সিঁদুর ন্যায়ের নিদর্শন। পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জবাব দিতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। অপারেশন সিঁদুর শুধু নাম নয়। এটা প্রতিজ্ঞা। আমাদের মায়েদের সিঁদুর মোছার পরিণাম সারা বিশ্ব দেখেছে। ⇔

 

⇔ দেশের ক্ষমতা সবাই দেখেছে। যখন দেশ একজোট হয়, যখন সবার আগে দেশ আসে, তার ফল মেলে।⇔

 

⇔ সিঁদুর (Operation Sindoor) মোছার কি পরিণাম, এখন সন্ত্রাসীরা ভালোভাবে টের পেয়েছে। এই হামলায় সন্ত্রাসীদের মনোবল ভেঙে গিয়েছে। পাকিস্তানে ওদের ঘর-বাড়ি ভাঙার সঙ্গে সঙ্গে ওদের মনোবল ভেঙে গিয়েছে।⇔

 

⇔ পৃথিবীতে বড় বড় সন্ত্রাসবাদী হামলা একই সুতোয় বাধা। তাই ভারতের হামলায় সন্ত্রাসবাদের ‘হেড কোয়ার্টার’ ভেঙে দেওয়া হয়েছে। পাকিস্তান হতাশ। সন্ত্রাসবাদ দমনে ভারতের সঙ্গ দেওয়ার বদলে ভারতের উপরেই হামলা করল! ⇔

 

⇔ আমাদের স্কুল-কলেজ, সাধারণ নাগরিকের বাড়িঘর, মন্দিরকে নিশানা করল পাকিস্তান। এখানেও ওরা ব্যর্থ হল। দুনিয়া দেখল কী ভাবে পাকিস্তানের ড্রোন, মিশাইল ভারতের কাছে ধুলিসাৎ হল। আকাশেই নষ্ট করে দেওয়া হল।⇔
⇔ জঙ্গিঘাঁটিগুলিতে ঢুকে ১০০-র বেশি কুখ্যাত জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা।⇔
⇔ ‘তিন দিনেই পাকিস্তানকে শেষ করেছি। অভিযান বন্ধ করতে বিশ্বের পায়ে পড়েছে পাকিস্তান। ভারত যে এমন করে প্রত্যাঘাত হানবে তা কল্পনা করতে পারেনি পাকিস্তান। বাধ্য হয়ে সংঘর্ষবিরোধী চুক্তির আর্জি পাকিস্তানের। ⇔
⇔ এখন ওরা বাঁচার রাস্তা খুঁজছে। দেশে দেশে ঘুরছে। খারাপ ভাবে মার খাওয়ার পরে ১০ মে পাকিস্তানি সেনা আমাদের ডিজিএমও-দের দ্বারস্থ হন। তার আগে আমরা পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছি। 
⇔ কোনও ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’ ভারত সহ্য করবে না। আমাদের সেনাবাহিনী সর্বদা সতর্ক। স্থল, জল, আকাশ তিনপথেই আমরা প্রস্তুত। ‘নতুন নর্মাল’ তৈরি করেছে সেনা। ভবিষ্যতে প্রয়োজন হলে আবার জবাব দেওয়া হবে।  ⇔
⇔ স্টেট স্পনসর্ড টেররিজমের বড় উদাহরণ পহেলগাঁও কাণ্ড। প্রত্যেক  যুদ্ধে আমরা পাকিস্তানকে পরাস্ত করেছি। অপারেশন সিঁদুরেও শ্রেষ্ঠতা সিদ্ধি করেছি আমরা। মেড ইন ইন্ডিয়া হাতিয়ারের কাজ প্রমাণ হয়েছে। ⇔
⇔ টেরর আর দেশ একসঙ্গে চলতে পারে না। একইভাবে জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না। আর সন্ত্রাসবাদীদের চোখরাঙানি সহ্য করবে না ভারত। পাকিস্তানকে যদি বাঁচতে হয় ওদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মুল করতে হবে।⇔

⇔ এ বার পাকিস্তানের সঙ্গে কথা হলে সন্ত্রাসবাদ নিয়েই কথা হবে। পাকিস্তানের সঙ্গে কথা হলে এ বার পাক-অধিকৃত কাশ্মীর নিয়েই কথা হবে। আজ বুদ্ধপূর্ণিমা, শান্তির পথও যুদ্ধ দিয়ে হয়। ⇔