‘অপারেশন সিঁদুর’, প্রশংসা শচীন, ইরফানদের

- আপডেট : ৭ মে ২০২৫, বুধবার
- / 34
পুবের কলম প্রতিবেদক: পহেলগাঁও কান্ডের বদলা ‘অপারেশন সিঁদুর।’ মঙ্গলবার মাঝ রাতে ভারতীয় সেনা একের পর এক গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি। আর পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য ভারতীয় সেনার প্রশংসায় পঞ্চমুখ দেশবাসী। সেই তালিকায় রয়েছেন কিংবদন্তি শচীন তেন্ডুলকর সহ দেশের ক্রীড়াবিদরাও।
একনজরে দেখে নেওয়া যাক সামাজিক মাধ্যমে কে কি লিখলেন।
শচীন তেন্ডুলকর – একতাই শক্তি। ভারতের শক্তি দেশের প্রতিটা মানুষ। এখানে সন্ত্রাসবাদের কোনও জায়গা নেই। জয় হিন্দ।
বীরেন্দ্র সেহওয়াগ – কেউ যদি আপনার দিকে পাথড় ছোড়ে, তাহলে আপনিও তার দিকে ফুল ছুড়ে দিন। তবে গামলার সঙ্গে। ‘অপরেশন সিঁদুর’, একেবারে নিখুত নাম। জয় হিন্দ।
টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর ‘অপারেশন সিঁদুরের’ ছবি দিয়ে লিখেছেন, জয় হিন্দ।
ঝুলন গোস্বামী – ভারত সবসময় এই ভাবেই জবাব দেয়।
শিখর ধাওয়ান – ভারত সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে। ভারত মাতা কি জয়।
ইরফান পাঠান – জয় হিন্দ
বিজেন্দ্র সিং – ভারত মায়ের জয়।
যোগেশ্বর দত্ত – সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জবাব। জয় হিন্দ। জয় জওয়ান।