পুবের কলম প্রতিবেদকঃ ভারতের বাজারে আত্মপ্রকাশ করল নজরকাড়া লুক আর শক্তিশালী ক্ষমতাসম্পন্ন ওপ্পো এফ৩১ (Oppo F31 5G mobile) সিরিজের নয়া স্মার্টফোন।
সোমবার ওপ্পো এফ৩১, ওপ্পো এফ৩১প্লাস এবং প্রো তিনটি মডেলের (Oppo F31 Pro 5G and Oppo F31 Pro+ 5G) আনুষ্ঠানিক লঞ্চ হল কলকাতায়। লঞ্চের আগে এই ফোনের ডিজাইন, রং, দাম সম্পর্কে সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয় সংস্থার পক্ষ থেকে।

ওপ্পো এফ২৯ সিরিজের অভাবনীয় সাফল্যের পর দেশের মধ্যবিত্ত উপভোক্তার কথা ভেবেই ওপ্পো এফ৩১ সিরিজ বাজারে এল। ৭০০০mAh দীর্ঘ-জীবন ব্যাটারি চালিত নয়া স্মার্ট ফোনে রয়েছে শক্তিশালী নেটওয়ার্ক এবং কর্মক্ষমতার জন্য হান্টার অ্যান্টেনা ২.০ (the smartphones are backed by a 7,000mAh battery that supports 80W SUPERVOOC Flash Charge)।এছাড়াও রয়েছে এআই ইমেজিং এবং এআই উৎপাদনশীল সরঞ্জাম।







































