০৭ মে ২০২৫, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মোদি নেতৃত্বাধীন বিজেপিকে হঠাতে আগস্টেই যৌথ জনসমাবেশের ইঙ্গিত বিরোধী দলগুলির, বেঙ্গালুরুতে সাজানো হবে ঘুঁটি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১২ জুলাই ২০২৩, বুধবার
  • / 7

পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপিকে দেশ থেকে উৎখাত করতে জোরকদমে উঠে পড়ে লেগেছে বিরোধীদলগুলি। শক্তি প্রদর্শনে আগামী আগস্টেই যৌথ জনসমাবেশ হতে পারে, এমনই ইঙ্গিত মিলেছে। এই বিষয়ে আগামী ১৭ জুলাই বিরোধী শীর্ষ নেতারা যখন বেঙ্গালুরুতে মিলিত হবেন, সেখানেই পাকাপাকি এই সিদ্ধান্ত নেওয়া বলে জানা গেছে।

গত ২৩ জুন মোদি নেতৃত্বাধীন বিজেপিকে হঠাতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনে আয়োজিত বৈঠকে বিস্তর আলোচনা হয় বিরোধীদলগুলির মধ্যে। সেখানেই পরবর্তী কর্মসূচি সহ রাজ্যস্তরের নির্বাচনী মারপ্যাঁচ নিয়ে কথা হয়। এবার বিজেপির উপর চাপ বাড়াতে যৌথ জনসমাবেশের পথে হাঁটতে চলেছে বিরোধীদলগুলি। বেঙ্গালুরুতে ১৭ জুলাই, সোমবার বসছে পরবর্তী বৈঠক। সেখানেই ঘুঁটি সাজানো হবে। সেদিন সন্ধ্যায়, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে একটি নৈশভোজের আয়োজন করবেন। তার আগে সমস্ত নেতারা প্রায় এক ঘণ্টা বৈঠক করবেন বলে খবর। সেই বৈঠকেই আগস্টে বিজেপিকে সমূলে উৎখাত করতে যৌথ জনসমাবেশের বিষয়ে আলোচনা হবে। এর পর বৈঠকের দ্বিতীয় দিনে মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকের কথা রয়েছে।

আরও পড়ুন: আগস্টের ফের প্রাথমিকের নিয়োগ

এক বর্ষীয়ান বিরোধী নেতা জানিয়েছেন, আলোচনা চলছে ইশতেহার প্রকাশের সময় এখনও আসেনি। জোট কোথায়? এটি তো প্রেসার কুকারে রান্নার মতো কোনও বিষয় নয়। সময় লাগবে। তবে সব নেতাদের উদ্দেশ্য স্পষ্ট, লক্ষ্য সকলেরই এক। সব কিছুরই একটি প্রক্রিয়া আছে, সেই মতোই কাজ হচ্ছে।

আরও পড়ুন: Breaking: আগস্টেই রাজ্যে আসছেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল

বিরোধী নেতার আরও বক্তব্য, বেঙ্গালুরুর বৈঠকে সব মিলিয়ে ২৪টি দলের নেতার মিলিত হওয়ার আশা করা হচ্ছে। এছাড়াও মোট ৮টি দল মুসলিগ লিগ, কেরলা কংগ্রেস (জোসেপ), কেরালা কংগ্রেস (মণি), এমডিএমকে, কেডিএমকে, ভিসিকে, ফরোয়ার্ড ব্লক, আরএসপিকে আহ্বান করা হয়েছে। পাটনায় ১৫ টি দল বৈঠকে অংশ নিয়েছিল, তখন আরএলডির জয়ন্ত চৌধুরী যোগ দেননি। এইবারের বৈঠকে থাকবেন তিনি। তবে আপের যোগদান এখনও অনিশ্চিত।

আরও পড়ুন: বৈশ্বিক মন্দার প্রভাব কাজের বাজারে, অগাস্টে কর্মী ছাঁটাই করেছে ৬০টি শীর্ষ কোম্পানি!

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মোদি নেতৃত্বাধীন বিজেপিকে হঠাতে আগস্টেই যৌথ জনসমাবেশের ইঙ্গিত বিরোধী দলগুলির, বেঙ্গালুরুতে সাজানো হবে ঘুঁটি

আপডেট : ১২ জুলাই ২০২৩, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপিকে দেশ থেকে উৎখাত করতে জোরকদমে উঠে পড়ে লেগেছে বিরোধীদলগুলি। শক্তি প্রদর্শনে আগামী আগস্টেই যৌথ জনসমাবেশ হতে পারে, এমনই ইঙ্গিত মিলেছে। এই বিষয়ে আগামী ১৭ জুলাই বিরোধী শীর্ষ নেতারা যখন বেঙ্গালুরুতে মিলিত হবেন, সেখানেই পাকাপাকি এই সিদ্ধান্ত নেওয়া বলে জানা গেছে।

গত ২৩ জুন মোদি নেতৃত্বাধীন বিজেপিকে হঠাতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনে আয়োজিত বৈঠকে বিস্তর আলোচনা হয় বিরোধীদলগুলির মধ্যে। সেখানেই পরবর্তী কর্মসূচি সহ রাজ্যস্তরের নির্বাচনী মারপ্যাঁচ নিয়ে কথা হয়। এবার বিজেপির উপর চাপ বাড়াতে যৌথ জনসমাবেশের পথে হাঁটতে চলেছে বিরোধীদলগুলি। বেঙ্গালুরুতে ১৭ জুলাই, সোমবার বসছে পরবর্তী বৈঠক। সেখানেই ঘুঁটি সাজানো হবে। সেদিন সন্ধ্যায়, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে একটি নৈশভোজের আয়োজন করবেন। তার আগে সমস্ত নেতারা প্রায় এক ঘণ্টা বৈঠক করবেন বলে খবর। সেই বৈঠকেই আগস্টে বিজেপিকে সমূলে উৎখাত করতে যৌথ জনসমাবেশের বিষয়ে আলোচনা হবে। এর পর বৈঠকের দ্বিতীয় দিনে মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকের কথা রয়েছে।

আরও পড়ুন: আগস্টের ফের প্রাথমিকের নিয়োগ

এক বর্ষীয়ান বিরোধী নেতা জানিয়েছেন, আলোচনা চলছে ইশতেহার প্রকাশের সময় এখনও আসেনি। জোট কোথায়? এটি তো প্রেসার কুকারে রান্নার মতো কোনও বিষয় নয়। সময় লাগবে। তবে সব নেতাদের উদ্দেশ্য স্পষ্ট, লক্ষ্য সকলেরই এক। সব কিছুরই একটি প্রক্রিয়া আছে, সেই মতোই কাজ হচ্ছে।

আরও পড়ুন: Breaking: আগস্টেই রাজ্যে আসছেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল

বিরোধী নেতার আরও বক্তব্য, বেঙ্গালুরুর বৈঠকে সব মিলিয়ে ২৪টি দলের নেতার মিলিত হওয়ার আশা করা হচ্ছে। এছাড়াও মোট ৮টি দল মুসলিগ লিগ, কেরলা কংগ্রেস (জোসেপ), কেরালা কংগ্রেস (মণি), এমডিএমকে, কেডিএমকে, ভিসিকে, ফরোয়ার্ড ব্লক, আরএসপিকে আহ্বান করা হয়েছে। পাটনায় ১৫ টি দল বৈঠকে অংশ নিয়েছিল, তখন আরএলডির জয়ন্ত চৌধুরী যোগ দেননি। এইবারের বৈঠকে থাকবেন তিনি। তবে আপের যোগদান এখনও অনিশ্চিত।

আরও পড়ুন: বৈশ্বিক মন্দার প্রভাব কাজের বাজারে, অগাস্টে কর্মী ছাঁটাই করেছে ৬০টি শীর্ষ কোম্পানি!