১০ অগাস্ট ২০২৫, রবিবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টে বিরোধী দলনেতা, শুক্রবার শুনানি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ জুন ২০২৩, বৃহস্পতিবার
  • / 54

পারিজাত মোল্লা:  নিজ বিধানসভা কেন্দ্রে মিছিল করতে বাধাপ্রাপ্ত হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে মিছিল করতে চেয়ে নিয়ম মেনে পুলিশ সুপারের কাছে আবেদন জানিয়েছিল বিজেপি। তবে অনুমতি দেয়নি পুলিশ। এরপর বিজেপির পক্ষে বিধানসভার বিরোধী দলনেতা নন্দীগ্রামে মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানালেন।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে  বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মিছিল করার জন্য  আবেদন জানান।

আরও পড়ুন: ধর্মীয় মিছিলকে কেন্দ্র করে হিংসা

এর আগে নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ের সামনে থেকে জানকিনাথ মন্দির পর্যন্ত মিছিল করার অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিল বিজেপি। এর সঙ্গে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে পুলিশের সংশ্লিষ্ট পোর্টালেও মিছিলের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল ।আগামী ১৬ জুন মিছিলের অনুমতি চায় বঙ্গবিজেপি। তবে পুলিশ সেই অনুমতি না-দেওয়ায় এদিন বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করেন শুভেন্দু অধিকারীর আইনজীবী।

আরও পড়ুন: মুহাররমের শোকযাত্রায় শিশুদের অস্ত্র না দেওয়ার আবেদন শিশু সুরক্ষা কমিশনের

আজ অর্থাৎ শুক্রবার  মামলার শুনানি সম্ভাবনা। আগামী ১৬ জুন নন্দীগ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই দিন নন্দীগ্রামের বিজেপি কার্যালয় থেকে শুরু করে জানকীনাথ মন্দির পর্যন্ত মিছিল করার পরিকল্পনা রয়েছে শুভেন্দুর। হাইকোর্টে শুভেন্দুর আর্জি, তাঁকে ওই দিনে ওই পথে মিছিল করার অনুমতি দেওয়া হোক।

আরও পড়ুন: বিরোধী দলনেতার আইনী রক্ষাকবচ নিয়ে প্রশ্নচিহ্ন, আজ শুনানি

আদালতে বিরোধী দলনেতা জানিয়েছেন,  ১৬ জুন ওই মিছিলের বিশদ জানিয়েই অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল প্রশাসনের কাছে। কিন্তু প্রশাসনের তরফে সেই আবেদনের কোনও উত্তর দেওয়া হয়নি। বিজেপি নেতা আরও জানিয়েছেন, ‘মিছিলের সাত দিন আগেও জবাব না পাওয়ায় শেষ মুহূর্তে ওই কর্মসূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই আদালত বিষয়টি দেখুক’। শুভেন্দুর এই আর্জির শুনানি আজ অর্থাৎ শুক্রবার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে হতে পারে বলে জানা গেছে।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টে বিরোধী দলনেতা, শুক্রবার শুনানি

আপডেট : ৮ জুন ২০২৩, বৃহস্পতিবার

পারিজাত মোল্লা:  নিজ বিধানসভা কেন্দ্রে মিছিল করতে বাধাপ্রাপ্ত হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে মিছিল করতে চেয়ে নিয়ম মেনে পুলিশ সুপারের কাছে আবেদন জানিয়েছিল বিজেপি। তবে অনুমতি দেয়নি পুলিশ। এরপর বিজেপির পক্ষে বিধানসভার বিরোধী দলনেতা নন্দীগ্রামে মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানালেন।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে  বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মিছিল করার জন্য  আবেদন জানান।

আরও পড়ুন: ধর্মীয় মিছিলকে কেন্দ্র করে হিংসা

এর আগে নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ের সামনে থেকে জানকিনাথ মন্দির পর্যন্ত মিছিল করার অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিল বিজেপি। এর সঙ্গে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে পুলিশের সংশ্লিষ্ট পোর্টালেও মিছিলের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল ।আগামী ১৬ জুন মিছিলের অনুমতি চায় বঙ্গবিজেপি। তবে পুলিশ সেই অনুমতি না-দেওয়ায় এদিন বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করেন শুভেন্দু অধিকারীর আইনজীবী।

আরও পড়ুন: মুহাররমের শোকযাত্রায় শিশুদের অস্ত্র না দেওয়ার আবেদন শিশু সুরক্ষা কমিশনের

আজ অর্থাৎ শুক্রবার  মামলার শুনানি সম্ভাবনা। আগামী ১৬ জুন নন্দীগ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই দিন নন্দীগ্রামের বিজেপি কার্যালয় থেকে শুরু করে জানকীনাথ মন্দির পর্যন্ত মিছিল করার পরিকল্পনা রয়েছে শুভেন্দুর। হাইকোর্টে শুভেন্দুর আর্জি, তাঁকে ওই দিনে ওই পথে মিছিল করার অনুমতি দেওয়া হোক।

আরও পড়ুন: বিরোধী দলনেতার আইনী রক্ষাকবচ নিয়ে প্রশ্নচিহ্ন, আজ শুনানি

আদালতে বিরোধী দলনেতা জানিয়েছেন,  ১৬ জুন ওই মিছিলের বিশদ জানিয়েই অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল প্রশাসনের কাছে। কিন্তু প্রশাসনের তরফে সেই আবেদনের কোনও উত্তর দেওয়া হয়নি। বিজেপি নেতা আরও জানিয়েছেন, ‘মিছিলের সাত দিন আগেও জবাব না পাওয়ায় শেষ মুহূর্তে ওই কর্মসূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই আদালত বিষয়টি দেখুক’। শুভেন্দুর এই আর্জির শুনানি আজ অর্থাৎ শুক্রবার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে হতে পারে বলে জানা গেছে।