সংসদে বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি বিরোধীদের

- আপডেট : ৩ জুন ২০২৫, মঙ্গলবার
- / 148
পুবের কলম ওয়েবডেস্ক: মঙ্গলবার ইন্ডিরার জোটসঙ্গীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লেখে। মোদিকে লেখা চিঠিতে ১৬টি বিরোধী দলে নেতারা সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়েছেন। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল, সমাজবাদী পার্টি এবং শিবসেনা (ইউবিটি) সহ বেশ কয়েকটি দলের নেতারা বৈঠকে অংশ নিয়েছিলেন।
চিঠিতে বিরোধী নেতারা সবাই স্বাক্ষর করেছেন বলে জানা গেছে। কংগ্রেসের জয়রাম রমেশ এবং দীপেন্দ্র হুদা, টিএমসি নেতা ডেরেক ও’ব্রায়ান, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব, আরজেডির মনোজ ঝা এবং শিবসেনা (ইউবিটি) এর সঞ্জয় রাউত বৈঠকে উপস্থিত ছিলেন।ডিএমকেও প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে স্বাক্ষর করে। করুণানিধির জন্মবার্ষিকী উপলক্ষে ডিএমকে বৈঠকে যোগ দিতে পারেনি।
বিরোধী নেতারা জানিয়েছেন, ন্যাশনাল কনফারেন্স, সিপিআই(এম), আইইউএমএল, সিপিআই, রেভোলিউশনারি সোশ্যালিস্ট পার্টি (আরএসপি), বিদুথলাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে), কেরালা কংগ্রেস, এমডিএমকে, সিপিআই(এমএল) লিবারেশনও চিঠিতে স্বাক্ষর করেছে।আম আদমি পার্টি (এএপি) বৈঠকে যোগ না দিলেও প্রধানমন্ত্রীকে দাবি জানিয়ে একটি পৃথক চিঠি লিখবে বলে জানা গেছে।
জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকেই বিরোধী দল সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়েছে। অরারেশন সিঁদুর সম্পর্কে বিস্তারিত জানানোর জন্যও আবেদন করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে সর্বদলীয় দল পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। বিশ্বের কাছে পাকিস্তানের সন্ত্রাসে মদত দেওয়ার স্বরূপ তুলে ধরতেই এই ব্যবস্থা করা হয়। সর্বদল দেশে ফেরার পর জুন মাসে এই অধিবেশন আয়োজন করার পরামর্শ দিয়ে তৃণমূল কংগ্রেস।
“16 parties have written a letter to the Prime Minister demanding a special session of the Parliament. The letter talks about Poonch, Uri, Rajouri and having a free discussion in Parliament. The government is responsible to the Parliament; Parliament is responsible to the people.… pic.twitter.com/g7EbvnAKzj
— All India Trinamool Congress (@AITCofficial) June 3, 2025